ETV Bharat / bharat

রাম মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়া হুমকি, বড় সাফল্য পুলিশের - Ayodhya Ram Mandir

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2024, 6:09 PM IST

Maqsood Arrested In Bhagalpur: রাম মন্দির বোমা হামলার হুমকি ৷ ভাগলপুরের খাঞ্জরপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।

Maqsood Arrested In Bhagalpur
রাম মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়া হুমকি (ইটিভি ভারত)

ভাগলপুর, 14 সেপ্টেম্বর: অযোধ্যার রাম মন্দিরে বোমা হামলার হুমকি ৷ তদন্তে নেমে সফল পুলিশ ৷ উত্তরপ্রদেশ পুলিশ ও বিহার পুলিশের যৌথ অপারেশনে বিহারের ভাগলপুর থেকে গ্রেফতার অভিযুক্ত । শুক্রবার সন্ধ্যায় পুলিশের জালে ধরা পড়েছে মাকসুদ আনসারি নামে ওই ব্যক্তি ৷ পুলিশ সূত্রে জানানো হয়েছে, বারারি থানা এলাকার খঞ্জরপুরে অবস্থিত মসজিদ গলিতে লুকিয়ে ছিল অভিযুক্ত ।

রিমান্ডে নেওয়ার প্রস্তুতি: মাকসুদ আনসারি (26) বারারি খাঞ্জরপুরের বাসিন্দা । শুক্রবার সন্ধ্যায় বারারি থানায় কয়েক ঘণ্টা জেরা করার পর তাকে ভাগলপুর আদালতে তোলা হয় । ইউপি পুলিশ ট্রানজিট রিমান্ডের আবেদন করলেও প্রয়োজনীয় কাগজপত্র না-থাকায় তা ভেস্তে যায় । এ সময় মাকসুদের শারীরিক অবস্থার অবনতি হয় । অনবরত বমি হওয়ার কারণে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়, সেখান থেকে তাকে মায়াগঞ্জে রেফার করা হয় ।

কী হয়েছিল ?

22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয় । জুন মাসে রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি আসে । একটি অডিয়ো বার্তার মাধ্যমে রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় । তারপরেই রামজন্মভূমি থানায় একটি মামলা দায়ের করা হয় । হুমকি পাওয়ার পরই ইউপি পুলিশ-সহ দেশের নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করা হয় । প্রাথমিকভাবে জানা যায়, এই হুমকির পিছনে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের হাত রয়েছে ৷

ওই হুমকি বার্তা পাওয়ার পরই তদন্তে নামে দেশের নিরাপত্তা সংস্থাগুলি । তদন্তে নেমে যে মোবাইল থেকে হুমকি বার্তা পাঠানো হয়েছিল তার তথ্য পায় উত্তরপ্রদেশ পুলিশ । তদন্তে জানা যায়, এই মোবাইলটি মাকসুদ আনসারি নামে এক ব্যক্তির । সে বিহারের ভাগলপুরের বাসিন্দা । এই খবর পাওয়ার পর বিহার পুলিশের সাহায্যে ভাগলপুর থেকে মাকসুদকে গ্রেফতার করে তদন্তকারীরা ।

আরও পড়ুন:

রাম মন্দিরের ছাদ চুঁইয়ে পড়ছে বৃষ্টির জল, ইঞ্জিনিয়রদের ভূমিকায় প্রশ্ন প্রধান পুরোহিতের

ভাগলপুর, 14 সেপ্টেম্বর: অযোধ্যার রাম মন্দিরে বোমা হামলার হুমকি ৷ তদন্তে নেমে সফল পুলিশ ৷ উত্তরপ্রদেশ পুলিশ ও বিহার পুলিশের যৌথ অপারেশনে বিহারের ভাগলপুর থেকে গ্রেফতার অভিযুক্ত । শুক্রবার সন্ধ্যায় পুলিশের জালে ধরা পড়েছে মাকসুদ আনসারি নামে ওই ব্যক্তি ৷ পুলিশ সূত্রে জানানো হয়েছে, বারারি থানা এলাকার খঞ্জরপুরে অবস্থিত মসজিদ গলিতে লুকিয়ে ছিল অভিযুক্ত ।

রিমান্ডে নেওয়ার প্রস্তুতি: মাকসুদ আনসারি (26) বারারি খাঞ্জরপুরের বাসিন্দা । শুক্রবার সন্ধ্যায় বারারি থানায় কয়েক ঘণ্টা জেরা করার পর তাকে ভাগলপুর আদালতে তোলা হয় । ইউপি পুলিশ ট্রানজিট রিমান্ডের আবেদন করলেও প্রয়োজনীয় কাগজপত্র না-থাকায় তা ভেস্তে যায় । এ সময় মাকসুদের শারীরিক অবস্থার অবনতি হয় । অনবরত বমি হওয়ার কারণে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়, সেখান থেকে তাকে মায়াগঞ্জে রেফার করা হয় ।

কী হয়েছিল ?

22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয় । জুন মাসে রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি আসে । একটি অডিয়ো বার্তার মাধ্যমে রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় । তারপরেই রামজন্মভূমি থানায় একটি মামলা দায়ের করা হয় । হুমকি পাওয়ার পরই ইউপি পুলিশ-সহ দেশের নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করা হয় । প্রাথমিকভাবে জানা যায়, এই হুমকির পিছনে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের হাত রয়েছে ৷

ওই হুমকি বার্তা পাওয়ার পরই তদন্তে নামে দেশের নিরাপত্তা সংস্থাগুলি । তদন্তে নেমে যে মোবাইল থেকে হুমকি বার্তা পাঠানো হয়েছিল তার তথ্য পায় উত্তরপ্রদেশ পুলিশ । তদন্তে জানা যায়, এই মোবাইলটি মাকসুদ আনসারি নামে এক ব্যক্তির । সে বিহারের ভাগলপুরের বাসিন্দা । এই খবর পাওয়ার পর বিহার পুলিশের সাহায্যে ভাগলপুর থেকে মাকসুদকে গ্রেফতার করে তদন্তকারীরা ।

আরও পড়ুন:

রাম মন্দিরের ছাদ চুঁইয়ে পড়ছে বৃষ্টির জল, ইঞ্জিনিয়রদের ভূমিকায় প্রশ্ন প্রধান পুরোহিতের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.