ETV Bharat / bharat

কেজরিওয়ালের গ্রেফতারে  দেশজুড়ে প্রতিবাদের ডাক আপের, আজই সুপ্রিম-শুনানি - Arvind Kejriwal ED arrest - ARVIND KEJRIWAL ED ARREST

Arvind Kejriwal ED Arrest: মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি ৷ এর প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালনের ডাক দিল ইডি ৷ আজ এই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেও জরুরি শুনানির আবেদন করেছে আপ ৷

ETV Bharat
গ্রেফতার অরবিন্দ কেজিরওয়াল
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 9:46 AM IST

Updated : Mar 22, 2024, 9:59 AM IST

নয়াদিল্লি, 22 মার্চ: দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিল আপ ৷ তাতে 'ইন্ডিয়া' জোটকে যোগ দেওয়ার আহ্বান জানাল আম আদমি পার্টি ৷ বৃহস্পতিবার রাতে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি ৷ এই ঘটনার প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত নিল আপ ৷ বৃহস্পতিবারই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন আপের দিল্লি ইউনিটের আহ্বায়ক গোপাল রাই ৷ গতকাল রাতে কংগ্রেসের রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ৷ এই গ্রেফতারির বিরুদ্ধে আজই সুপ্রিম কোর্টের জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছে আপ ৷

দিল্লির মন্ত্রী গোপাল রাই জানান, লোকসভা ভোটের আগে কেজরিওয়ালের গ্রেফতারি আসলে গণতন্ত্রকে হত্যা করার সামিল ৷ আর স্বৈরতন্ত্রের ঘোষণা ৷ দিল্লি মন্ত্রিসভার সদস্য গোপাল রাই বলেন, "আমি দেশবাসীর কাছে অনুরোধ জানাব, তারা যেন সারা দেশে বিজেপির এই স্বৈরতন্ত্রের প্রতিবাদ করে বিজেপির কার্যালয়ের বাইরে সবাই বিক্ষোভ দেখান ৷ শুক্রবার সকাল 10টায় আপ কার্যালয়ে সবাই জড়ো হবে ৷ এরপর বিজেপির সদর কার্যালয়ের বাইরে বিক্ষোভ কর্মসূচি হবে ৷"

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় আর্থিক জালিয়াতির অভিযোগ ওঠে ৷ এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে ইডি হেফাজতে রয়েছেন কেজরিওয়ালের মন্ত্রিসভার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন, মণীশ সিসোদিয়া, সঞ্জং সিং ৷ গত সপ্তাহেই এই দুর্নীতি কাণ্ডের তদন্তে গ্রেফতার হয়েছেন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে তথা বিআরএস নেত্রী কে কবিতা ৷

এর আগে এই দিল্লি আবগারি দুর্নীতির কাণ্ডে ইডি ন-ন'বার কেজরিওয়ালকে সমন পাঠিয়েছিল ৷ তবে প্রতিবারই কোনও না কোনও কারণ দর্শিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন কেজরিওয়াল ৷ তিনি এই সমনকে রাজনৈতিক প্রতিহিংসা বলেও আক্রমণ করেছিলেন ৷ ইডি যাতে কেজরিওয়ালের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে না-পারে, তাই রক্ষাকবচ চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন আপ আহ্বায়ক ৷ সেই রক্ষাকবচ দেয়নি হাইকোর্ট ৷ এরপর গতকাল রাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি পৌঁছয় ইডির আধিকারিকরা ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ এরপর রাতেই তাঁকে গ্রেফতার করে ইডি ৷ তাঁর মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করা হয় ৷

আরও পড়ুন:

  1. ইডি'র হাতে গ্রেফতার কেজরিওয়াল, দ্রুত শুনানি চেয়ে সুপ্রিম কোর্টে আপ
  2. দোরগোড়ায় ইডি, গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টে কেজরি !
  3. হাওয়ালা ও দিল্লি জল বোর্ডে অনিয়ম মামলায় ইডির তলব উপেক্ষা কেজরিওয়ালের

নয়াদিল্লি, 22 মার্চ: দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিল আপ ৷ তাতে 'ইন্ডিয়া' জোটকে যোগ দেওয়ার আহ্বান জানাল আম আদমি পার্টি ৷ বৃহস্পতিবার রাতে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি ৷ এই ঘটনার প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত নিল আপ ৷ বৃহস্পতিবারই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন আপের দিল্লি ইউনিটের আহ্বায়ক গোপাল রাই ৷ গতকাল রাতে কংগ্রেসের রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ৷ এই গ্রেফতারির বিরুদ্ধে আজই সুপ্রিম কোর্টের জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছে আপ ৷

দিল্লির মন্ত্রী গোপাল রাই জানান, লোকসভা ভোটের আগে কেজরিওয়ালের গ্রেফতারি আসলে গণতন্ত্রকে হত্যা করার সামিল ৷ আর স্বৈরতন্ত্রের ঘোষণা ৷ দিল্লি মন্ত্রিসভার সদস্য গোপাল রাই বলেন, "আমি দেশবাসীর কাছে অনুরোধ জানাব, তারা যেন সারা দেশে বিজেপির এই স্বৈরতন্ত্রের প্রতিবাদ করে বিজেপির কার্যালয়ের বাইরে সবাই বিক্ষোভ দেখান ৷ শুক্রবার সকাল 10টায় আপ কার্যালয়ে সবাই জড়ো হবে ৷ এরপর বিজেপির সদর কার্যালয়ের বাইরে বিক্ষোভ কর্মসূচি হবে ৷"

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় আর্থিক জালিয়াতির অভিযোগ ওঠে ৷ এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে ইডি হেফাজতে রয়েছেন কেজরিওয়ালের মন্ত্রিসভার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন, মণীশ সিসোদিয়া, সঞ্জং সিং ৷ গত সপ্তাহেই এই দুর্নীতি কাণ্ডের তদন্তে গ্রেফতার হয়েছেন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে তথা বিআরএস নেত্রী কে কবিতা ৷

এর আগে এই দিল্লি আবগারি দুর্নীতির কাণ্ডে ইডি ন-ন'বার কেজরিওয়ালকে সমন পাঠিয়েছিল ৷ তবে প্রতিবারই কোনও না কোনও কারণ দর্শিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন কেজরিওয়াল ৷ তিনি এই সমনকে রাজনৈতিক প্রতিহিংসা বলেও আক্রমণ করেছিলেন ৷ ইডি যাতে কেজরিওয়ালের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে না-পারে, তাই রক্ষাকবচ চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন আপ আহ্বায়ক ৷ সেই রক্ষাকবচ দেয়নি হাইকোর্ট ৷ এরপর গতকাল রাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি পৌঁছয় ইডির আধিকারিকরা ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ এরপর রাতেই তাঁকে গ্রেফতার করে ইডি ৷ তাঁর মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করা হয় ৷

আরও পড়ুন:

  1. ইডি'র হাতে গ্রেফতার কেজরিওয়াল, দ্রুত শুনানি চেয়ে সুপ্রিম কোর্টে আপ
  2. দোরগোড়ায় ইডি, গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টে কেজরি !
  3. হাওয়ালা ও দিল্লি জল বোর্ডে অনিয়ম মামলায় ইডির তলব উপেক্ষা কেজরিওয়ালের
Last Updated : Mar 22, 2024, 9:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.