ETV Bharat / bharat

কেজরিওয়ালের উপর হামলা, আপের দাবি প্রাণে মারার চেষ্টা বিজেপির

শুক্রবার সন্ধ্যায় আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের উপর দিল্লির বিকাশপুরী এলাকায় হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করে আপ।

ARVIND KEJRIWAL
অরবিন্দ কেজরিওয়াল (ছবি সৌজন্য: কেজরিওয়ালের এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

নয়াদিল্লি, ২৫ অক্টোবর: দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপর হামলার অভিযোগ। আপের দাবি শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিকাশপুরী এলাকায় মিছিল করছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সে সময় বিজেপির যুব মোর্চার কয়েকজন সদস্য তাঁর ওপর চড়াও হন।

হামলার পাশাপাশি তাঁকে লক্ষ্য করে 'কেজরিওয়াল মুর্দাবাদ' স্লোগান উঠতে থাকে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছাড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে দেখে পুলিশ বিজেপির যুব মোর্চার কর্মীদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে কেজরিওয়ালের সঙ্গে থাকা আম আদমি পার্টির কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষ শুরু হয়ে গিয়েছে। আরও বেশ কিছুক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনা প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, " রাজনৈতিকভাবে অরবিন্দ কেজরিওয়ালকে পরাস্ত করতে না পেরে এবার তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে বিজেপি। প্রথমে জেলে তাঁর কাছে ইনসুলিন না পাঠিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়। এবার সরাসরি আক্রমণ করা হল। কিন্তু বিজেপি জানে না, অরবিন্দ কেজরিওয়াল শুধু দিল্লির নেতা নন। দিল্লির বাসিন্দাদের কাছে তিনি বাড়ির ছেলে। কারও কাছে আবার সন্তানদের অভিভাবক। যিনি সেই সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দিতে প্রতিজ্ঞাবদ্ধ।"

মুখ্যমন্ত্রী আরও জানান, এর আগেও বেশ কয়েকবার কেজরিওয়ালের উপর আক্রমণ হয়েছে এবং প্রতিটা ক্ষেত্রেই দেখা গিয়েছে অভিযুক্ত বিজেপির সঙ্গে জড়িত। শুধু তাই নয়, দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের হাতে আছে বলে এই ধরনের আক্রমণ চালানোর পরেও বিজেপির কোনও কর্মী শাস্তি পান না। এমনই দাবি দিল্লির মুখ্যমন্ত্রীর।

দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও আপ নেতা মণীশ সিসোদিয়া বলেন, "এটা স্পষ্ট যে বিজেপি তাদের গুন্ডাদের দিয়ে এই হামলা চালিয়েছে। ইতিমধ্যেই কেজরিওয়ালকে জেলে হত্যার চেষ্টা করেছে বিজেপি। অরবিন্দ কেজরিওয়ালের কিছু হলে তার দায়ভার বিজেপিকে নিতেই হবে। তবে যাই ঘটুক না কেন, আমরা ভীত নই, এবং আম আদমি পার্টি তার লক্ষ্যে অটল থাকবে।"

ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি প্রধান আখিলেশ যাদব।

নয়াদিল্লি, ২৫ অক্টোবর: দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপর হামলার অভিযোগ। আপের দাবি শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিকাশপুরী এলাকায় মিছিল করছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সে সময় বিজেপির যুব মোর্চার কয়েকজন সদস্য তাঁর ওপর চড়াও হন।

হামলার পাশাপাশি তাঁকে লক্ষ্য করে 'কেজরিওয়াল মুর্দাবাদ' স্লোগান উঠতে থাকে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছাড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে দেখে পুলিশ বিজেপির যুব মোর্চার কর্মীদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে কেজরিওয়ালের সঙ্গে থাকা আম আদমি পার্টির কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষ শুরু হয়ে গিয়েছে। আরও বেশ কিছুক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনা প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, " রাজনৈতিকভাবে অরবিন্দ কেজরিওয়ালকে পরাস্ত করতে না পেরে এবার তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে বিজেপি। প্রথমে জেলে তাঁর কাছে ইনসুলিন না পাঠিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়। এবার সরাসরি আক্রমণ করা হল। কিন্তু বিজেপি জানে না, অরবিন্দ কেজরিওয়াল শুধু দিল্লির নেতা নন। দিল্লির বাসিন্দাদের কাছে তিনি বাড়ির ছেলে। কারও কাছে আবার সন্তানদের অভিভাবক। যিনি সেই সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দিতে প্রতিজ্ঞাবদ্ধ।"

মুখ্যমন্ত্রী আরও জানান, এর আগেও বেশ কয়েকবার কেজরিওয়ালের উপর আক্রমণ হয়েছে এবং প্রতিটা ক্ষেত্রেই দেখা গিয়েছে অভিযুক্ত বিজেপির সঙ্গে জড়িত। শুধু তাই নয়, দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের হাতে আছে বলে এই ধরনের আক্রমণ চালানোর পরেও বিজেপির কোনও কর্মী শাস্তি পান না। এমনই দাবি দিল্লির মুখ্যমন্ত্রীর।

দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও আপ নেতা মণীশ সিসোদিয়া বলেন, "এটা স্পষ্ট যে বিজেপি তাদের গুন্ডাদের দিয়ে এই হামলা চালিয়েছে। ইতিমধ্যেই কেজরিওয়ালকে জেলে হত্যার চেষ্টা করেছে বিজেপি। অরবিন্দ কেজরিওয়ালের কিছু হলে তার দায়ভার বিজেপিকে নিতেই হবে। তবে যাই ঘটুক না কেন, আমরা ভীত নই, এবং আম আদমি পার্টি তার লক্ষ্যে অটল থাকবে।"

ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি প্রধান আখিলেশ যাদব।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.