ETV Bharat / bharat

কুসংস্কারের শিকার! গরম রড দিয়ে পুড়িয়ে দেওয়া হল কিশোরীর শরীর - GIRL tortured - GIRL TORTURED

Girl Brutally Tortured Bikaner: কুসংস্কারের শিকার রাজস্থানের এক কিশোরী ৷ গরম রড দিয়ে তাঁর শরীরের একাধিক অংশ পুড়িয়ে দিল এক তান্ত্রিক ৷

girl brutally
কিশোরীকে নির্যাতন (--প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 10, 2024, 3:07 PM IST

বিকানের, 10 মে: কুসংস্কারের শিকার হতে হল রাজস্থানের এক কিশোরীকে ৷ গরম রড দিয়ে তাঁর শরীরের একাধিক অংশ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল এক তান্ত্রিকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে বিকানেরের পাঞ্চো গ্রামে ৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পাঞ্চো থানার পুলিশ ৷

পাঞ্চো থানার পুলিশ ইন-চার্জ রনকেশ মীনা জানান, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ওই কিশোরী ৷ সময়ের সঙ্গে ক্রমশ তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ অবশেষে তাঁকে স্থানীয় এক তান্ত্রিকের কাছে নিয়ে যান অসুস্থ মেয়েটির বাড়ির মহিলারা ৷ জানা গিয়েছে, অভিযুক্ত ওই তান্ত্রিকের নাম দেবীশিং চৌহান ৷ অসুস্থ মেয়েটিকে দেখে ওই তান্ত্রিক তার পরিবারকে জানায়, কিশরীর শরীরে অশুভ শক্তি বাসা বেধেছে ৷ তার থেকে মুক্তির জন্য একটি যোজ্ঞ করতে হবে ৷ কয়েকদিন আগে বাড়িতে একটি পুজোও করা হয় ৷ কিন্তু তাতেও কিশোরীর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁর শরীরের একাধিক জায়গায় রডের ছেঁকা দেওয়া হয় ৷

এরপর গুরুতর আহত অবস্থায় কিশোরীকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় ৷ তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয় ৷ যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনা জানাজানি হতেই পলাতক অভিযুক্ত ওই তান্ত্রিক ৷ তবে বিকানেরের এসপি তেজস্বীনী গৌতম পাঞ্চো থানার পুলিশ ইন-চার্জকে তদন্ত দ্রুত সেরে ফেলার নির্দেশ দিয়েছেন ৷ সেইসঙ্গে অভিযুক্তকে খুঁজে বের করে তাঁকে দ্রুত শাস্তি দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী, 1 জুন পর্যন্ত জেলের বাইরে কেজরিওয়াল
  2. কংগ্রেসের চেয়ে অজিত-একনাথের সঙ্গে মিশে যাওয়া অনেক ভালো, পাওয়ার-উদ্ধবকে পরামর্শ মোদির
  3. অযোধ্যায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই 90 শ্রমিকের বাড়ি, জখম 3

বিকানের, 10 মে: কুসংস্কারের শিকার হতে হল রাজস্থানের এক কিশোরীকে ৷ গরম রড দিয়ে তাঁর শরীরের একাধিক অংশ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল এক তান্ত্রিকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে বিকানেরের পাঞ্চো গ্রামে ৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পাঞ্চো থানার পুলিশ ৷

পাঞ্চো থানার পুলিশ ইন-চার্জ রনকেশ মীনা জানান, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ওই কিশোরী ৷ সময়ের সঙ্গে ক্রমশ তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ অবশেষে তাঁকে স্থানীয় এক তান্ত্রিকের কাছে নিয়ে যান অসুস্থ মেয়েটির বাড়ির মহিলারা ৷ জানা গিয়েছে, অভিযুক্ত ওই তান্ত্রিকের নাম দেবীশিং চৌহান ৷ অসুস্থ মেয়েটিকে দেখে ওই তান্ত্রিক তার পরিবারকে জানায়, কিশরীর শরীরে অশুভ শক্তি বাসা বেধেছে ৷ তার থেকে মুক্তির জন্য একটি যোজ্ঞ করতে হবে ৷ কয়েকদিন আগে বাড়িতে একটি পুজোও করা হয় ৷ কিন্তু তাতেও কিশোরীর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁর শরীরের একাধিক জায়গায় রডের ছেঁকা দেওয়া হয় ৷

এরপর গুরুতর আহত অবস্থায় কিশোরীকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় ৷ তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয় ৷ যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনা জানাজানি হতেই পলাতক অভিযুক্ত ওই তান্ত্রিক ৷ তবে বিকানেরের এসপি তেজস্বীনী গৌতম পাঞ্চো থানার পুলিশ ইন-চার্জকে তদন্ত দ্রুত সেরে ফেলার নির্দেশ দিয়েছেন ৷ সেইসঙ্গে অভিযুক্তকে খুঁজে বের করে তাঁকে দ্রুত শাস্তি দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী, 1 জুন পর্যন্ত জেলের বাইরে কেজরিওয়াল
  2. কংগ্রেসের চেয়ে অজিত-একনাথের সঙ্গে মিশে যাওয়া অনেক ভালো, পাওয়ার-উদ্ধবকে পরামর্শ মোদির
  3. অযোধ্যায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই 90 শ্রমিকের বাড়ি, জখম 3
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.