ETV Bharat / bharat

উপহার জমেছে প্রচুর, রামলালার মাথায় শোভা পাওয়ার অপেক্ষায় 11 কোটির হীরের মুকুট - রামলালার উপহার

Gifts of Ramala: প্রাণ প্রতিষ্ঠার শুরু থেকে আজও পর্যন্ত রামলালার জন্য প্রচুর উপহার জমছে অযোধ্যায় ৷ 11 কোটি টাকা মূল্যের একটি হীরের মুকুট দিয়েছেন সুরাতের এক ব্যবসায়ী ৷ কিন্তু এত উপহার জমেছে যে সেটিও রামলালাকে পরানোর অপেক্ষায় রয়েছে ৷

ETV Bharat
রামলালাকে দেওয়া হিরের মুকুট
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 12:08 PM IST

Updated : Jan 28, 2024, 2:37 PM IST

অযোধ্যা, 28 জানুয়ারি: রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে দেশ-বিদেশ থেকে বহু মূল্যবান উপহার এসে পৌঁছেছে অযোধ্যায় ৷ এখনও আসছে ৷ মন্দির উদ্বোধনের পর থেকে সবকিছু দিয়ে সাজিয়েও উপহার শেষ করা যাচ্ছে না ৷ এর মধ্যে একটি হল 11 কোটি টাকা মূল্যের হীরে দিয়ে তৈরি একটি মুকুট । সুরাতের এক ব্যবসায়ীর দেওয়া এই উপহার রামলালার মাথায় শোভা পাওয়ার অপেক্ষায় রয়েছে । উপহারের তালিকা এত দীর্ঘ যে এই বহু মূল্যবান মুকুট এসে পৌঁছলেও তা এখনও পরানো হয়নি রামলালাকে ৷

রামলালার জন্য বিশেষ পোশাক ও গহনার স্তুপ সাজানো হয়েছে মন্দিরে। রামলালাকে একসঙ্গে সব উৎসর্গ করা সম্ভব নয়। সুরাতের হীরে ব্যবসায়ী এবং গ্রিনল্যাব ডায়মন্ড কোম্পানির মালিক মুকেশ প্যাটেল মন্দিরের ট্রাস্টিদের রামলালার জন্য একটি হীরা, সোনা এবং রৌপ্য খচিত মুকুট দিয়েছেন । ছয় কেজি ওজনের এই মুকুটে সাড়ে চার কেজি সোনা ব্যবহার করা হয়েছে ।

ramlala gifts
রামলালাকে দেওয়া হিরের মুকুট

ছোট ও বড় আকারের হীরে, রুবি, মুক্তো এবং নীলকান্তমণিও খোদাই করা হয়েছে এই মুকুটে। এই মুকুটটি এবার ভগবান রামের মাথায় শোভা পাবে । শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাইকে মুকুটটি দেওয়া হয়েছে । যদিও একটি খুব সুন্দর এবং মূল্যবান মুকুট ইতিমধ্যেই ভগবান শ্রী রামের মাথায় বসানো রয়েছে ৷ তাই এই মুকুটটি পরে পরানো হবে ৷

প্রতিদিন দর্শন করতে আসা ভক্তরা নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রচুর পরিমাণে উপহার রামলালাকে দিচ্ছেন। লক্ষ লক্ষ ভক্ত রাম মন্দির দর্শনের জন্য আসছেন। তবুও এখন অযোধ্যায় প্রবেশের সমস্ত রুটে চার চাকার গাড়ি শহরে প্রবেশ নিষিদ্ধ রয়েছে। রেলপথ দ্বিগুণ করার কারণে এখনও নিয়মিত ট্রেন চলাচল শুরু হয়নি। তা সত্ত্বেও বিপুল সংখ্যক ভক্ত বিমান ও পরিবহণ পরিষেবার মাধ্যমে অযোধ্যায় পৌঁছচ্ছেন। আগামী সপ্তাহে রেল ও বাস চলাচল নির্বিঘ্নে শুরু হলে ভক্তের সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে ।

আরও পড়ুন :

  1. পিঠে-লাড্ডু-সুগন্ধি-ধনুক; রামলালার জন্য প্রচুর উপহার জমছে অযোধ্যায়
  2. বাংলা-সহ 13টি ভাষায় লেখা 'জয় শ্রী রাম', সীতা মায়ের জন্য বিশেষ শাড়ি বুনল অন্ধ্রের দুই পরিবার
  3. প্রাণ প্রতিষ্ঠায় মুসলিম কারিগরদের তৈরি বিশেষ নূপুর পরবেন মাতা জানকী ও রামলালা

অযোধ্যা, 28 জানুয়ারি: রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে দেশ-বিদেশ থেকে বহু মূল্যবান উপহার এসে পৌঁছেছে অযোধ্যায় ৷ এখনও আসছে ৷ মন্দির উদ্বোধনের পর থেকে সবকিছু দিয়ে সাজিয়েও উপহার শেষ করা যাচ্ছে না ৷ এর মধ্যে একটি হল 11 কোটি টাকা মূল্যের হীরে দিয়ে তৈরি একটি মুকুট । সুরাতের এক ব্যবসায়ীর দেওয়া এই উপহার রামলালার মাথায় শোভা পাওয়ার অপেক্ষায় রয়েছে । উপহারের তালিকা এত দীর্ঘ যে এই বহু মূল্যবান মুকুট এসে পৌঁছলেও তা এখনও পরানো হয়নি রামলালাকে ৷

রামলালার জন্য বিশেষ পোশাক ও গহনার স্তুপ সাজানো হয়েছে মন্দিরে। রামলালাকে একসঙ্গে সব উৎসর্গ করা সম্ভব নয়। সুরাতের হীরে ব্যবসায়ী এবং গ্রিনল্যাব ডায়মন্ড কোম্পানির মালিক মুকেশ প্যাটেল মন্দিরের ট্রাস্টিদের রামলালার জন্য একটি হীরা, সোনা এবং রৌপ্য খচিত মুকুট দিয়েছেন । ছয় কেজি ওজনের এই মুকুটে সাড়ে চার কেজি সোনা ব্যবহার করা হয়েছে ।

ramlala gifts
রামলালাকে দেওয়া হিরের মুকুট

ছোট ও বড় আকারের হীরে, রুবি, মুক্তো এবং নীলকান্তমণিও খোদাই করা হয়েছে এই মুকুটে। এই মুকুটটি এবার ভগবান রামের মাথায় শোভা পাবে । শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাইকে মুকুটটি দেওয়া হয়েছে । যদিও একটি খুব সুন্দর এবং মূল্যবান মুকুট ইতিমধ্যেই ভগবান শ্রী রামের মাথায় বসানো রয়েছে ৷ তাই এই মুকুটটি পরে পরানো হবে ৷

প্রতিদিন দর্শন করতে আসা ভক্তরা নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রচুর পরিমাণে উপহার রামলালাকে দিচ্ছেন। লক্ষ লক্ষ ভক্ত রাম মন্দির দর্শনের জন্য আসছেন। তবুও এখন অযোধ্যায় প্রবেশের সমস্ত রুটে চার চাকার গাড়ি শহরে প্রবেশ নিষিদ্ধ রয়েছে। রেলপথ দ্বিগুণ করার কারণে এখনও নিয়মিত ট্রেন চলাচল শুরু হয়নি। তা সত্ত্বেও বিপুল সংখ্যক ভক্ত বিমান ও পরিবহণ পরিষেবার মাধ্যমে অযোধ্যায় পৌঁছচ্ছেন। আগামী সপ্তাহে রেল ও বাস চলাচল নির্বিঘ্নে শুরু হলে ভক্তের সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে ।

আরও পড়ুন :

  1. পিঠে-লাড্ডু-সুগন্ধি-ধনুক; রামলালার জন্য প্রচুর উপহার জমছে অযোধ্যায়
  2. বাংলা-সহ 13টি ভাষায় লেখা 'জয় শ্রী রাম', সীতা মায়ের জন্য বিশেষ শাড়ি বুনল অন্ধ্রের দুই পরিবার
  3. প্রাণ প্রতিষ্ঠায় মুসলিম কারিগরদের তৈরি বিশেষ নূপুর পরবেন মাতা জানকী ও রামলালা
Last Updated : Jan 28, 2024, 2:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.