নয়াদিল্লি, 6 জুন: 2024 সালের লোকসভা নির্বাচনে জয়ী প্রার্থীদের 93 শতাংশই কোটিপতি ৷ 2019 সালে এই হারটি ছিল 88 শতাংশ ৷ এ কথা জানিয়েছে ভোটাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর ৷
শীর্ষ তিন ধনী প্রার্থী হলেন অন্ধ্রপ্রদেশের গুন্টুর নির্বাচনী এলাকা থেকে টিডিপি-র চন্দ্রশেখর পেমমাসানি ৷ তাঁর 5,705 কোটি টাকার সম্পত্তি ৷ তেলেঙ্গানার চেভেল্লা থেকে বিজেপি প্রার্থী কোন্ডা বিশ্বেশ্বর রেড্ডির মোট সম্পদ 4,568 কোটি টাকার ৷ আর হরিয়ানার কুরুক্ষেত্র থেকে বিজেপির নবীন জিন্দালের সম্পদ 1,241 কোটি টাকার ৷ এডিআর-এর বিশ্লেষণে দেখা গিয়েছে, 543 জন বিজয়ী প্রার্থীর মধ্যে 504 জনই কোটিপতি ৷
2019 সালে 475 (88 শতাংশ) বিজয়ী প্রার্থী মিলিয়নেয়ার ছিলেন এবং 2014 সালে কোটিপতি ছিলেন 443 (82 শতাংশ) জন বিজয়ী প্রার্থী । 2009 সাল থেকেই এই উত্তরণের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে ৷ সেই সময় মাত্র 315 (58 শতাংশ) জন সাংসদ মিলিয়নেয়ার ছিলেন । বিশ্লেষণ অনুসারে, বিজেপির 240 জন বিজয়ী প্রার্থীর 227 (95 শতাংশ) জন, কংগ্রেসের 99 জন প্রার্থীর মধ্যে 92 (93 শতাংশ)জন, ডিএমকে-এর 22 জন প্রার্থীর মধ্যে 21 (95 শতাংশ) জন, তৃণমূলের 29 জন বিজয়ী প্রার্থীর মধ্যে 27 (93 শতাংশ) জন এবং সমাজবাদী পার্টির 37 জন প্রার্থীর মধ্যে 34 (92 শতাংশ) জন নিজেদের মোট 1 কোটি টাকারও বেশি সম্পদ থাকার কথা জানিয়েছেন ।
আম আদমি পার্টি (3), জেডিইউ (12) এবং টিডিপি (16)-এর সব বিজয়ী প্রার্থীই কোটিপতি বলে জানিয়েছে এডিআর ৷ বিশ্লেষণটি প্রার্থীদের তাদের আর্থিক পটভূমির উপর ভিত্তি করে জয়ী হওয়ার সম্ভাবনাগুলিও খুঁজে বের করেছে । দেখা গিয়েছে যে, 2024 সালের লোকসভা নির্বাচনে একজন কোটিপতি প্রার্থীর জয়লাভের সম্ভাবনা ছিল 19.6 শতাংশ, যেখানে এক কোটির কম সম্পদের প্রার্থীদের জন্য জয়ের সম্ভাবনা ছিল 0.7 শতাংশ ।
বিশ্লেষণটিতে দেখা গিয়েছে, 42 শতাংশ প্রার্থীর মোট 10 কোটি টাকা বা তার বেশি সম্পদ রয়েছে । যেখানে 19 শতাংশ প্রার্থীর রয়েছে 5 থেকে 10 কোটি টাকার সম্পদ ৷ 32 শতাংশের কাছে 1 থেকে 5 কোটি টাকার সম্পদ রয়েছে । বিজয়ী প্রার্থীদের মাত্র 1 শতাংশের সম্পদ 20 লাখ টাকার কম ।
বিশ্লেষণটি বিজয়ী প্রার্থীদের আর্থিক প্রোফাইলের মধ্যে বৈষম্যও তুলে ধরেছে । বিজয়ীদের অনেকের আবার সম্পদের পরিমাণ খুবই কম ৷ উদাহরণস্বরূপ, পশ্চিমবঙ্গের পুরুলিয়া থেকে বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতর সম্পদ মাত্র 5 লক্ষ টাকার । একইভাবে, পশ্চিমবঙ্গের আরামবাগ থেকে তৃণমূলের মিতালি বাগের সম্পদের পরিমাণ 7 লক্ষ টাকার । উত্তরপ্রদেশের মছলিশহরের সপা প্রার্থী প্রিয়া সরোজের সম্পত্তি রয়েছে 11 লাখ টাকার ।