ETV Bharat / bharat

নৈনিতালে 200 ফুট গভীর খাদে পড়ল গাড়ি, 8 শ্রমিকের মৃত্যু - 8 Dead IN ROAD ACCIDENT

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 1:41 PM IST

Uttarakhand road accident: উত্তরাখণ্ডের নৈনিতালে বড়সড় দুর্ঘটনা ৷ খাদে পড়ল গাড়ি ৷ গাডিতে থাকা 10 জনের মধ্যে ঘটনায় 8 জনের মত্যু হয়েছে ৷

Etv Bharat
Etv Bharat

নৈনিতাল, 9 এপিল: নৈনিতালে বড় দুর্ঘটনা ৷ 200 মিটার গভীর খাদে পড়ল গাড়ি ৷ ঘটনায় এখনও পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে ৷ গুরুতর আহত হয়েছেন 2 জন। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোরে নৈনিতালের প্রত্যন্ত গ্রামীণ এলাকা বেতালঘাটের ৷ জানা গিয়েছে, গাড়িতে 10 জন শ্রমিক ছিলেন ৷ যাঁদের অধিকাংশই নেপলি ৷

জানা গিয়েছে, বেতালঘাট এলাকাটি অত্যন্ত দুর্গম এলাকা ৷ রামনগর থেকে শ্রমিকদের নিয়ে নেপালের দিকে যাচ্ছিল গাড়িটি ৷ কিন্তু নৈনিতালের বেতালঘাটের কাছে গাড়িটি খাদে পড়ে ৷ সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনিক ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু দুর্গম এলাকা ও অন্ধকারের কারণে ত্রাণ ও উদ্ধারকাজে বেশ অসুবিধা হয়। পুলিশ জানায়, দীর্ঘ প্রচেষ্টার পর দেহগুলি খাদ থেকে তোলা হয়। ঘটনাস্থলেই 8 জনের মৃত্যু হয় ৷ গুরুতর আহত দু’জনকে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয় ৷ তাঁদের চিকিৎসা চলছে। এলাকাটি দুর্গম হওয়ায় দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু করতে বেশ কিছুক্ষণ দেরি হয়ে যায় ৷ তাতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে অনুমান ৷

জানা গিয়েছে, জলজীবন মিশনের কাজ চলছে নৈনিতাল জেলার বেতালঘাটের গ্রামীণ এলাকা মাল্লাগাঁওয়ের উনচাকোট এলাকায়। সেখানে বেশ কিছু নেপালি শ্রমিক কাজ করেছ ৷ তারা একটি গাড়িতে করে নেপালে যাচ্ছিল ৷ চালক-সহ 9 জন নেপালি শ্রমিক ছিলেন ৷ গাড়িটি বেতালঘাট গ্রামের কাছাকাছি যেতেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ৷ ফলে গভীরে খাদে পড়ে যায় গাড়িটি ৷ নিহত শ্রমিকদের নাম এখনও জানা যায়নি ৷ তাঁরা জলজীবন মিশনের কাজে এসেছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ শ্রমিকদের পরিবারের খবর দেওয়া হয়েছে প্রশাসনের তরফে ৷

  1. আরও পড়ুন:
    তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, মৃত বেড়ে 6
  2. 57 ঘণ্টা পর শ্রমিকদের দেহ পৌঁছল মালদায়, সংরক্ষণ নিয়ে রেলের বিরুদ্ধে ক্ষোভ শাসকদলের

নৈনিতাল, 9 এপিল: নৈনিতালে বড় দুর্ঘটনা ৷ 200 মিটার গভীর খাদে পড়ল গাড়ি ৷ ঘটনায় এখনও পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে ৷ গুরুতর আহত হয়েছেন 2 জন। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোরে নৈনিতালের প্রত্যন্ত গ্রামীণ এলাকা বেতালঘাটের ৷ জানা গিয়েছে, গাড়িতে 10 জন শ্রমিক ছিলেন ৷ যাঁদের অধিকাংশই নেপলি ৷

জানা গিয়েছে, বেতালঘাট এলাকাটি অত্যন্ত দুর্গম এলাকা ৷ রামনগর থেকে শ্রমিকদের নিয়ে নেপালের দিকে যাচ্ছিল গাড়িটি ৷ কিন্তু নৈনিতালের বেতালঘাটের কাছে গাড়িটি খাদে পড়ে ৷ সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনিক ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু দুর্গম এলাকা ও অন্ধকারের কারণে ত্রাণ ও উদ্ধারকাজে বেশ অসুবিধা হয়। পুলিশ জানায়, দীর্ঘ প্রচেষ্টার পর দেহগুলি খাদ থেকে তোলা হয়। ঘটনাস্থলেই 8 জনের মৃত্যু হয় ৷ গুরুতর আহত দু’জনকে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয় ৷ তাঁদের চিকিৎসা চলছে। এলাকাটি দুর্গম হওয়ায় দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু করতে বেশ কিছুক্ষণ দেরি হয়ে যায় ৷ তাতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে অনুমান ৷

জানা গিয়েছে, জলজীবন মিশনের কাজ চলছে নৈনিতাল জেলার বেতালঘাটের গ্রামীণ এলাকা মাল্লাগাঁওয়ের উনচাকোট এলাকায়। সেখানে বেশ কিছু নেপালি শ্রমিক কাজ করেছ ৷ তারা একটি গাড়িতে করে নেপালে যাচ্ছিল ৷ চালক-সহ 9 জন নেপালি শ্রমিক ছিলেন ৷ গাড়িটি বেতালঘাট গ্রামের কাছাকাছি যেতেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ৷ ফলে গভীরে খাদে পড়ে যায় গাড়িটি ৷ নিহত শ্রমিকদের নাম এখনও জানা যায়নি ৷ তাঁরা জলজীবন মিশনের কাজে এসেছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ শ্রমিকদের পরিবারের খবর দেওয়া হয়েছে প্রশাসনের তরফে ৷

  1. আরও পড়ুন:
    তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, মৃত বেড়ে 6
  2. 57 ঘণ্টা পর শ্রমিকদের দেহ পৌঁছল মালদায়, সংরক্ষণ নিয়ে রেলের বিরুদ্ধে ক্ষোভ শাসকদলের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.