ETV Bharat / bharat

মহারাষ্ট্র থেকে সুবিশাল তলোয়ার উপহার পেলেন রামলালা, ওজন কত জানেন ?

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 25, 2024, 4:50 PM IST

Devotees Offered Sword to Ram Lalla: মহারাষ্ট্রের ভক্তরা অযোধ্যায় রামলালাকে 80 কেজি ওজনের একটি সুবিশাল 7 ফুট 3 ইঞ্চি লম্বা তলোয়ার উপহার দিয়েছেন । তবে এখানেই শেষ না ৷ এই তলোয়ারের আরও বিশেষত্ব রয়েছে ৷ জেনে নিন সে বিষয়ে ৷

Devotees Offered Sword to Ram Lalla
তলোয়ার উপহার পেলেন রামলালা

অযোধ্যা, 25 জানুয়ারি: রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে সোমবার ৷ এরপরও দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে রামলালার জন্য উপহার আসতেই রয়েছে অযোধ্যার রাম মন্দিরে ৷ সোনা-হীরের পর এবার নতুন সংযোজন তলোয়ার ৷ এই তলোয়ারটি উপহার দিয়েছেন মহারাষ্ট্রের ভক্তরা ৷ তলোয়ারটি সুবিশাল ৷ তলোয়ারটির ওজন 80 কিলোগ্রাম এবং 7 ফুট 3 ইঞ্চি লম্বা বলে জানা গিয়েছে ।

পর্যটক নীলেশ অরুণ সাকার বলেন,"আমি মহারাষ্ট্রের নবি মুম্বই থেকে এসেছি এবং আমি ঐতিহাসিক অস্ত্রের সংগ্রাহক । আমি অনেক জায়গায় আমার অস্ত্রের প্রদর্শনী করেছি । আজ আমি ভগবান রামকে উপহার দেওয়ার জন্য নন্দক খড়গের (ভগবান বিষ্ণুর তলোয়ার) অনুরূপ একটি তলোয়ার নিয়ে এসেছি । এই তলোয়ারের বিশেষ বৈশিষ্ট্য হল, এটির ওজন 80 কেজি এবং এটি 7 ফুট 3 ইঞ্চি লম্বা ৷" তিনি আরও বলেন, "আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন তবে দেখতে পাবেন যে তলোয়ারটি ভগবান বিষ্ণু নারায়ণকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে এবং তাঁর সমস্ত 'দশাবতার' এই তলোয়ারে রয়েছে । তলোয়ারের ফলকটি স্টিলের তৈরি এবং হাতলটি পিতলের উপর সোনা দিয়ে তৈরি করা হয়েছে ।"

দশাবতার বলতে ভগবান বিষ্ণুর দশটি অবতারকে বোঝায় । দশাবতার শব্দটি দাসা থেকে এসেছে, যার অর্থ 'দশ' এবং অবতার অর্থ 'অবতর'। এইভাবে মহাজাগতিক শৃঙ্খলাকে ফিরিয়ে আনার জন্য বিষ্ণুকে দশটি অবতার রূপে অবতরণ করতে বলা হয় । এই অবতারগুলি শতাব্দী ধরে মানব বিবর্তন গঠনে একটি প্রধান ভূমিকা পালন করেছে । অশুভ শক্তিকে নির্মূল করতে, ধর্মকে পুনরুদ্ধার করতে এবং যোগ্য ব্যক্তি বা ভক্তদের জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত করতে ভগবান বিষ্ণু সময়ে সময়ে পৃথিবীতে অবতারণ করেছিলেন ।

অন্যদিকে অযোধ্যার রাম মন্দিরের উপচে পড়ছে ভিড় ৷ প্রতিদিন লক্ষাধিক ভক্ত রামলালার দর্শনের জন্য আসছেন । কুয়াশার সঙ্গে প্রচন্ড ঠান্ডা থাকা সত্ত্বেও অযোধ্যার রাস্তায় সমস্ত বয়সের ভক্তদের মুখে 'জয় শ্রী রাম' স্লোগান । রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর তীর্থস্থানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে অযোধ্যা । প্রাণ প্রতিষ্ঠার পর প্রথম দিনেই 5 লক্ষের বেশি মানুষ দর্শন করেন রামলালাকে । বুধবারও ভক্তদের বিপুল ঢল দেখা গিয়েছে । তবে আগের থেকে আরও বেশি তৎপর পুলিশ ৷ সারিবদ্ধভাবে ভিতরে প্রবেশ করানো হচ্ছে ভক্তদের ৷

আরও পড়ুন:

  1. বুধেও রাম মন্দিরে উপড়ে পড়ছে ভিড়, আজও 5 লক্ষ ভক্ত সমাগম
  2. জনসমুদ্রে অযোধ্যা, রাম-দর্শনে ভিড় সামলাতে হিমশিম পুলিশ
  3. রাজসাজে চোখ ফেরানো দায়, কোন গয়নায় সাজলেন রামলালা ?

অযোধ্যা, 25 জানুয়ারি: রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে সোমবার ৷ এরপরও দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে রামলালার জন্য উপহার আসতেই রয়েছে অযোধ্যার রাম মন্দিরে ৷ সোনা-হীরের পর এবার নতুন সংযোজন তলোয়ার ৷ এই তলোয়ারটি উপহার দিয়েছেন মহারাষ্ট্রের ভক্তরা ৷ তলোয়ারটি সুবিশাল ৷ তলোয়ারটির ওজন 80 কিলোগ্রাম এবং 7 ফুট 3 ইঞ্চি লম্বা বলে জানা গিয়েছে ।

পর্যটক নীলেশ অরুণ সাকার বলেন,"আমি মহারাষ্ট্রের নবি মুম্বই থেকে এসেছি এবং আমি ঐতিহাসিক অস্ত্রের সংগ্রাহক । আমি অনেক জায়গায় আমার অস্ত্রের প্রদর্শনী করেছি । আজ আমি ভগবান রামকে উপহার দেওয়ার জন্য নন্দক খড়গের (ভগবান বিষ্ণুর তলোয়ার) অনুরূপ একটি তলোয়ার নিয়ে এসেছি । এই তলোয়ারের বিশেষ বৈশিষ্ট্য হল, এটির ওজন 80 কেজি এবং এটি 7 ফুট 3 ইঞ্চি লম্বা ৷" তিনি আরও বলেন, "আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন তবে দেখতে পাবেন যে তলোয়ারটি ভগবান বিষ্ণু নারায়ণকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে এবং তাঁর সমস্ত 'দশাবতার' এই তলোয়ারে রয়েছে । তলোয়ারের ফলকটি স্টিলের তৈরি এবং হাতলটি পিতলের উপর সোনা দিয়ে তৈরি করা হয়েছে ।"

দশাবতার বলতে ভগবান বিষ্ণুর দশটি অবতারকে বোঝায় । দশাবতার শব্দটি দাসা থেকে এসেছে, যার অর্থ 'দশ' এবং অবতার অর্থ 'অবতর'। এইভাবে মহাজাগতিক শৃঙ্খলাকে ফিরিয়ে আনার জন্য বিষ্ণুকে দশটি অবতার রূপে অবতরণ করতে বলা হয় । এই অবতারগুলি শতাব্দী ধরে মানব বিবর্তন গঠনে একটি প্রধান ভূমিকা পালন করেছে । অশুভ শক্তিকে নির্মূল করতে, ধর্মকে পুনরুদ্ধার করতে এবং যোগ্য ব্যক্তি বা ভক্তদের জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত করতে ভগবান বিষ্ণু সময়ে সময়ে পৃথিবীতে অবতারণ করেছিলেন ।

অন্যদিকে অযোধ্যার রাম মন্দিরের উপচে পড়ছে ভিড় ৷ প্রতিদিন লক্ষাধিক ভক্ত রামলালার দর্শনের জন্য আসছেন । কুয়াশার সঙ্গে প্রচন্ড ঠান্ডা থাকা সত্ত্বেও অযোধ্যার রাস্তায় সমস্ত বয়সের ভক্তদের মুখে 'জয় শ্রী রাম' স্লোগান । রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর তীর্থস্থানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে অযোধ্যা । প্রাণ প্রতিষ্ঠার পর প্রথম দিনেই 5 লক্ষের বেশি মানুষ দর্শন করেন রামলালাকে । বুধবারও ভক্তদের বিপুল ঢল দেখা গিয়েছে । তবে আগের থেকে আরও বেশি তৎপর পুলিশ ৷ সারিবদ্ধভাবে ভিতরে প্রবেশ করানো হচ্ছে ভক্তদের ৷

আরও পড়ুন:

  1. বুধেও রাম মন্দিরে উপড়ে পড়ছে ভিড়, আজও 5 লক্ষ ভক্ত সমাগম
  2. জনসমুদ্রে অযোধ্যা, রাম-দর্শনে ভিড় সামলাতে হিমশিম পুলিশ
  3. রাজসাজে চোখ ফেরানো দায়, কোন গয়নায় সাজলেন রামলালা ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.