ETV Bharat / bharat

মিয়াপুরে ছ’বছরের নাবালককে কামড়ে খেল পথ কুকুর - Stray Dog Attack Death - STRAY DOG ATTACK DEATH

Stray Dog Attack Death: হায়দরাবাদের মিয়াপুরের মাক্তা ম্যাহবুবপেট গ্রামে এক পথ কুকুরের কামড়ে মৃত্যু হল এক শিশুর ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ সেই রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে ৷

Stray Dog Attack Death
প্রতীকী ছবি (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 6, 2024, 9:34 PM IST

হায়দরাবাদ, 6 জুন: নাবালককে ছিঁড়ে খেল পথ কুকুর ৷ মৃত ওই শিশুর নাম সাত সাত্ত্বিক (6) ৷ বুধবার ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের মাক্তা ম্যাহবুবপেট গ্রামে ৷ মৃত ওই নাবালক প্রথম শ্রেণির পড়ুয়া ৷ বাবা চাকরিতে যাওয়ার আগে সাত্ত্বিককে প্রতিদিন ঠাকুমার কাছে রেখে যেতেন বলে জানা গিয়েছে ৷

মিয়াপুরের সিআই দুর্গারামালিঙ্গ প্রসাদ জানান, ওই খুদে পড়ুয়ার মায়ের মৃত্যু হয়েছে 4 বছর আগে ৷ তার বাবা স্থানীয় একটি স্কুলে চাকরি করেন ৷ ধর্মাপুরী ক্ষেত্র এলাকার একটি ডাম্পিং স্টেশনের কাছে তাঁর ঠাকুমা ভিক্ষা করেন ৷ মঙ্গলবারও অন্য দিনের মতো কাজে যাওয়ার আগে শিশুটির বাবা ছেলেকে মায়ের কাছে রেখে যেতে চেয়েছিলেন ৷ তবে শিশুটি এদিন ঠাকুমার সঙ্গে না গিয়ে বাড়ির বাইরে খেলাধুলো করার আবদার করে ৷ ডাম্পিং গ্রাউন্ডের কাছেই সে খেলা করছিল ৷

এদিকে রাত হয়ে গেলেও শিশুটি বাড়ি না-ফেরায় সবাই চিন্তায় পড়ে ৷ তার পরিবারের লোকজন বাড়ির কাছাকাছি তাকে খুঁজতে শুরু করেন ৷ পরে পুলিশেও খবর দেওয়া হয় ৷ এদিকে বুধবার সকালে বাড়ি থেকে কিছু দূরেই পাওয়া যায় ওই শিশুর ক্ষত-বিক্ষত দেহ ৷ পুলিশ এসে দেহটি ময়নাতদন্তে পাঠায় ৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, কুকুরের কামড়েই মৃত্যু হয়েছে ওই শিশুর ৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃ্ত্যুর কারণ স্পষ্ট জানা যাবে ৷ তবে এই ঘটনার পর থেকে নড়ে চড়ে বসেছে স্থানীয় প্রশাসন ৷

প্রসঙ্গত, এটাই প্রথম নয় এর আগেই হায়দরাবাদের একাধিক এলাকায় পথ কুকুরের হামলার ঘটনা ঘটেছে ৷ গত বছরের ডিসেম্বর মাসে 5 মাসের একটি শিশুর মৃ্ত্যু হয়েছে ৷ স্থানীয় ওসমানিয়া মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ৷ সেই ঘটনার মাস ছ’য়েকের মধ্যে আবার শিশুকে আক্রমণের ঘটনা ঘটেছে ৷

ভারতে পোষ্য হিসাবে ব্যান পিটবুল-শেফার্ড, তালিকায় আরও 21 ধরনের সারমেয়

হায়দরাবাদ, 6 জুন: নাবালককে ছিঁড়ে খেল পথ কুকুর ৷ মৃত ওই শিশুর নাম সাত সাত্ত্বিক (6) ৷ বুধবার ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের মাক্তা ম্যাহবুবপেট গ্রামে ৷ মৃত ওই নাবালক প্রথম শ্রেণির পড়ুয়া ৷ বাবা চাকরিতে যাওয়ার আগে সাত্ত্বিককে প্রতিদিন ঠাকুমার কাছে রেখে যেতেন বলে জানা গিয়েছে ৷

মিয়াপুরের সিআই দুর্গারামালিঙ্গ প্রসাদ জানান, ওই খুদে পড়ুয়ার মায়ের মৃত্যু হয়েছে 4 বছর আগে ৷ তার বাবা স্থানীয় একটি স্কুলে চাকরি করেন ৷ ধর্মাপুরী ক্ষেত্র এলাকার একটি ডাম্পিং স্টেশনের কাছে তাঁর ঠাকুমা ভিক্ষা করেন ৷ মঙ্গলবারও অন্য দিনের মতো কাজে যাওয়ার আগে শিশুটির বাবা ছেলেকে মায়ের কাছে রেখে যেতে চেয়েছিলেন ৷ তবে শিশুটি এদিন ঠাকুমার সঙ্গে না গিয়ে বাড়ির বাইরে খেলাধুলো করার আবদার করে ৷ ডাম্পিং গ্রাউন্ডের কাছেই সে খেলা করছিল ৷

এদিকে রাত হয়ে গেলেও শিশুটি বাড়ি না-ফেরায় সবাই চিন্তায় পড়ে ৷ তার পরিবারের লোকজন বাড়ির কাছাকাছি তাকে খুঁজতে শুরু করেন ৷ পরে পুলিশেও খবর দেওয়া হয় ৷ এদিকে বুধবার সকালে বাড়ি থেকে কিছু দূরেই পাওয়া যায় ওই শিশুর ক্ষত-বিক্ষত দেহ ৷ পুলিশ এসে দেহটি ময়নাতদন্তে পাঠায় ৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, কুকুরের কামড়েই মৃত্যু হয়েছে ওই শিশুর ৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃ্ত্যুর কারণ স্পষ্ট জানা যাবে ৷ তবে এই ঘটনার পর থেকে নড়ে চড়ে বসেছে স্থানীয় প্রশাসন ৷

প্রসঙ্গত, এটাই প্রথম নয় এর আগেই হায়দরাবাদের একাধিক এলাকায় পথ কুকুরের হামলার ঘটনা ঘটেছে ৷ গত বছরের ডিসেম্বর মাসে 5 মাসের একটি শিশুর মৃ্ত্যু হয়েছে ৷ স্থানীয় ওসমানিয়া মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ৷ সেই ঘটনার মাস ছ’য়েকের মধ্যে আবার শিশুকে আক্রমণের ঘটনা ঘটেছে ৷

ভারতে পোষ্য হিসাবে ব্যান পিটবুল-শেফার্ড, তালিকায় আরও 21 ধরনের সারমেয়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.