ETV Bharat / bharat

ব্যর্থ 55 ঘণ্টার উদ্ধারের চেষ্টা, 150 ফুট গভীর কুয়োয় পড়ে মৃত্যু নাবালকের

চিফ মেডিক্যাল অফিসার জানান, ওই নাবালককে বাঁচানোর জন্য একাধিক প্রচেষ্টা করা হয়েছিল ৷ কিন্তু, সবই ব্যর্থ হয়।

5 YEAR OLD BOY DEAD
আটকে থাকার পর মৃত্যু নাবালকের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

দৌসা (রাজস্থান), 12 ডিসেম্বর: দৌসায় একটি 150 ফুট গভীর বোরওয়েলে আটকে মৃত্যু হল 5 বছর বয়সি এক নাবালকের ৷ দুই দিনেরও বেশি সময় ধরে উদ্ধার অভিযান চালানো হলেও শেষ রক্ষা সম্ভব হয়নি ৷ জেলা প্রশাসন সূত্রে খবর, 9 ডিসেম্বর খেলার সময় শিশুটি 150 ফুট গভীর ওই বোরওয়েলে পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য দ্রুত উদ্ধার অভিযান শুরুও করা হয়। বুধবার রাতে শিশুটিকে অজ্ঞান অবস্থায় বোরওয়েল থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷

দৌসার চিফ মেডিক্যাল অফিসার জানান, ওই নাবালককে বাঁচানোর জন্য একাধিক প্রচেষ্টা করা হয়েছিল কিন্তু সবই ব্যর্থ হয়। তাঁর কথায়, "শিশুটিকে এখানে আনা হয়েছিল ৷ আমরা তাকে বাঁচানোর সব চেষ্টা করেছি ৷ আমরা দু'বার ওর ইসিজি করেছি ৷ শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি ৷" এর আগে বুধবার, দৌসা জেলা শাসক (ডিএম) দেবেন্দ্র কুমার জানান, প্রথমটি মেশিন ভেঙে যাওয়ার পরে উদ্ধারকাজের জন্য একটি দ্বিতীয় মেশিন আনতে হয়েছিল।

নাঙ্গল সার্কেল অফিসার চারুল গুপ্তা জানিয়েছেন, কালীখাদ গ্রামে আরিয়ান তার বাড়ির কাছে খেলার সময় দুর্ঘটনাক্রমে ওই বোরওয়েলে পড়ে যায় ৷ ঘটনার সময় তার মা পাশেই ছিলেন। এরপরই উদ্ধার অভিযান শুরু হয় ৷ 55 ঘন্টার বেশি সময় ধরে দীর্ঘ উদ্ধারকাজের পরে ছেলেটিকে কুয়োর বাইরে বের করা হয়েছিল ৷ তারপর শিশুটি হাসপাতালেও নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, সেখানেই মৃত্যু হয় তার ৷ চিকিৎসকরা জানান, সমস্ত প্রচেষ্টাই বৃথা হয়ে যায়।

ছেলেটি বোরওয়েলে পড়ে যাওয়ার এক ঘণ্টা পর উদ্ধার অভিযান শুরু হয়েছিল। শিশুটির কাছে পৌঁছনোর জন্য ড্রিলিং মেশিন ব্যবহার করে একটি সমান্তরাল গর্তও খনন করা হয়েছিল। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) কর্মীরা জানিয়েছেন, এই উদ্ধারকাজে বেশ কিছু চ্যালেঞ্জ ছিল ৷ কুয়োর মধ্যে প্রায় 160 ফুটের জলস্তরের উপস্থিতি অনুমান করা হয়েছিল। সব মিলিয়ে শিশুটিকে উদ্ধারের দীর্ঘ চেষ্টার পর তাকে কুয়ো থেকে বাইরে আনা গেলেও বাঁচানো সম্ভব হয়নি ৷

দৌসা (রাজস্থান), 12 ডিসেম্বর: দৌসায় একটি 150 ফুট গভীর বোরওয়েলে আটকে মৃত্যু হল 5 বছর বয়সি এক নাবালকের ৷ দুই দিনেরও বেশি সময় ধরে উদ্ধার অভিযান চালানো হলেও শেষ রক্ষা সম্ভব হয়নি ৷ জেলা প্রশাসন সূত্রে খবর, 9 ডিসেম্বর খেলার সময় শিশুটি 150 ফুট গভীর ওই বোরওয়েলে পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য দ্রুত উদ্ধার অভিযান শুরুও করা হয়। বুধবার রাতে শিশুটিকে অজ্ঞান অবস্থায় বোরওয়েল থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷

দৌসার চিফ মেডিক্যাল অফিসার জানান, ওই নাবালককে বাঁচানোর জন্য একাধিক প্রচেষ্টা করা হয়েছিল কিন্তু সবই ব্যর্থ হয়। তাঁর কথায়, "শিশুটিকে এখানে আনা হয়েছিল ৷ আমরা তাকে বাঁচানোর সব চেষ্টা করেছি ৷ আমরা দু'বার ওর ইসিজি করেছি ৷ শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি ৷" এর আগে বুধবার, দৌসা জেলা শাসক (ডিএম) দেবেন্দ্র কুমার জানান, প্রথমটি মেশিন ভেঙে যাওয়ার পরে উদ্ধারকাজের জন্য একটি দ্বিতীয় মেশিন আনতে হয়েছিল।

নাঙ্গল সার্কেল অফিসার চারুল গুপ্তা জানিয়েছেন, কালীখাদ গ্রামে আরিয়ান তার বাড়ির কাছে খেলার সময় দুর্ঘটনাক্রমে ওই বোরওয়েলে পড়ে যায় ৷ ঘটনার সময় তার মা পাশেই ছিলেন। এরপরই উদ্ধার অভিযান শুরু হয় ৷ 55 ঘন্টার বেশি সময় ধরে দীর্ঘ উদ্ধারকাজের পরে ছেলেটিকে কুয়োর বাইরে বের করা হয়েছিল ৷ তারপর শিশুটি হাসপাতালেও নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, সেখানেই মৃত্যু হয় তার ৷ চিকিৎসকরা জানান, সমস্ত প্রচেষ্টাই বৃথা হয়ে যায়।

ছেলেটি বোরওয়েলে পড়ে যাওয়ার এক ঘণ্টা পর উদ্ধার অভিযান শুরু হয়েছিল। শিশুটির কাছে পৌঁছনোর জন্য ড্রিলিং মেশিন ব্যবহার করে একটি সমান্তরাল গর্তও খনন করা হয়েছিল। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) কর্মীরা জানিয়েছেন, এই উদ্ধারকাজে বেশ কিছু চ্যালেঞ্জ ছিল ৷ কুয়োর মধ্যে প্রায় 160 ফুটের জলস্তরের উপস্থিতি অনুমান করা হয়েছিল। সব মিলিয়ে শিশুটিকে উদ্ধারের দীর্ঘ চেষ্টার পর তাকে কুয়ো থেকে বাইরে আনা গেলেও বাঁচানো সম্ভব হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.