ETV Bharat / bharat

বাসের সঙ্গে বিয়ে বাড়ির গাড়ির ধাক্কায় একই পরিবারের 5 জনের মৃত্যু - Road Accident in Haryana

Rewari Road Accident: হরিয়ানার রেওয়ারিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় একই পরিবারের 5 জনের মৃত্যু ৷ সরকারি বাস ও একটি প্রাইভেট গাড়ির সংঘর্ষ হয় । দুর্ঘটনার পর বাসের চালক পলাতক রয়েছে।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 3:21 PM IST

রেওয়াড়ি (হরিয়ানা), 6 মার্চ: মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি একই পরিবারের 5 সদস্য ৷ হরিয়ানার রেওয়ারি এলাকায় হেন্দ্রগড় রোডের সিহা গ্রামে বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ৷ সরকারি বাসের সঙ্গে বিয়ে বাড়ি ফেরত গাড়িটির মুখোমুখি ধাক্কা হয় ৷ ঘটনায় মৃত্যু হয়েছে 5 জনের ৷ নিহতরা সকলেই গাড়িতে ছিলেন ৷ পলাতক ঘাতক বাসের চালক ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ মৃতদের পরিবারের সদস্যদের খবর দেয় ৷ পুলিশ সূত্রে খবর, নিহত পাঁচ জনই চরখি-দাদরি জেলার বাসিন্দা। তারা সবাই রেওয়ারি জেলার ধারুহেরা শহরের কাছে তাতারপুর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। বুধবার সকালে একটি বেলেনো গাড়িতে চরখি-দাদরি যাচ্ছিলেন। সকলেই সেখানকার বাসিন্দা ৷ দুর্ঘটনার পর রাস্তায় বিশৃঙ্খলা ও দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দীর্ঘ সময় যানচলাচল ব্যহত হয় ৷

জনা গিয়েছে, এদিন ভোরে স্থানীয় মহেন্দ্রগড় রোডের সিহা গ্রামের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল বিয়েবাড়ির গাড়িটি ৷ সেই সময়েই বিপরীত দিক থেকে একটি গাড়ি আসছিল ৷ সরকারি বাসটির গতি অত্যন্ত বেশি ৷ নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বিয়ে বাড়ির গাড়িতে ধাক্কা লাগে ৷ দুর্ঘটনা একতটাই ভয়াবহ ছিল যে, বাসের ধাক্কায় গাড়িটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশেপাশের গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে যান ৷ তাঁরাই আহতদের গাড়ি থেকে উদ্ধার করে ট্রমা সেন্টারে নিয়ে যান ৷ প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা 5 জনকেই মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । তদন্তের স্বার্থে আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ ৷

আরও পড়ুন:

  1. বিয়ের অনুষ্ঠান সেরে ফেরার পথে দুর্ঘটনা, মৃত 2 শিশু-সহ 6
  2. জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, 3 শিশু-সহ মৃত 5
  3. অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনা ! পিকআপ ট্রাক উলটে মৃত 14

রেওয়াড়ি (হরিয়ানা), 6 মার্চ: মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি একই পরিবারের 5 সদস্য ৷ হরিয়ানার রেওয়ারি এলাকায় হেন্দ্রগড় রোডের সিহা গ্রামে বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ৷ সরকারি বাসের সঙ্গে বিয়ে বাড়ি ফেরত গাড়িটির মুখোমুখি ধাক্কা হয় ৷ ঘটনায় মৃত্যু হয়েছে 5 জনের ৷ নিহতরা সকলেই গাড়িতে ছিলেন ৷ পলাতক ঘাতক বাসের চালক ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ মৃতদের পরিবারের সদস্যদের খবর দেয় ৷ পুলিশ সূত্রে খবর, নিহত পাঁচ জনই চরখি-দাদরি জেলার বাসিন্দা। তারা সবাই রেওয়ারি জেলার ধারুহেরা শহরের কাছে তাতারপুর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। বুধবার সকালে একটি বেলেনো গাড়িতে চরখি-দাদরি যাচ্ছিলেন। সকলেই সেখানকার বাসিন্দা ৷ দুর্ঘটনার পর রাস্তায় বিশৃঙ্খলা ও দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দীর্ঘ সময় যানচলাচল ব্যহত হয় ৷

জনা গিয়েছে, এদিন ভোরে স্থানীয় মহেন্দ্রগড় রোডের সিহা গ্রামের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল বিয়েবাড়ির গাড়িটি ৷ সেই সময়েই বিপরীত দিক থেকে একটি গাড়ি আসছিল ৷ সরকারি বাসটির গতি অত্যন্ত বেশি ৷ নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বিয়ে বাড়ির গাড়িতে ধাক্কা লাগে ৷ দুর্ঘটনা একতটাই ভয়াবহ ছিল যে, বাসের ধাক্কায় গাড়িটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশেপাশের গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে যান ৷ তাঁরাই আহতদের গাড়ি থেকে উদ্ধার করে ট্রমা সেন্টারে নিয়ে যান ৷ প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা 5 জনকেই মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । তদন্তের স্বার্থে আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ ৷

আরও পড়ুন:

  1. বিয়ের অনুষ্ঠান সেরে ফেরার পথে দুর্ঘটনা, মৃত 2 শিশু-সহ 6
  2. জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, 3 শিশু-সহ মৃত 5
  3. অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনা ! পিকআপ ট্রাক উলটে মৃত 14
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.