ETV Bharat / bharat

দেশের 30টি বিমানবন্দরে হুমকি ইমেলে বোমাতঙ্ক! সুরক্ষায় তৎপরতা তুঙ্গে - Bomb Threat - BOMB THREAT

Bomb Threat in Airports: বারাণসী-সহ দেশের ৩০টি বিমানবন্দরে বোমা বিস্ফোরণের হুমকি ৷ চিঠি ​​পাওয়ার পর বিমানবন্দরে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ৷ আতঙ্ক ছড়িয়েছে বিমানবন্দর চত্বরে ৷ তবে এখন পর্যন্ত কেন্দ্রীয় এজেন্সিগুলি ইমেল পাঠানোর নেপথ্যে কে বা কারা, তার খোঁজ পায়নি ৷

Bomb Threat in Airports
দেশের 30টি বিমানবন্দরে হুমকি ইমেলে বোমাতঙ্ক!
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 30, 2024, 4:53 PM IST

বারাণসী, 30 এপ্রিল: ফের বিমানবন্দরে বোমাতঙ্ক ! এবার বারাণসী-সহ দেশের 30টি বিমানবন্দরে ধারাবাহিকভাবে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল ৷ সোমবার সন্ধ্যায় বিমানবন্দরগুলির অফিসিয়াল ইমেল আইডিতে বোমা হামলার হুমকি মেল আসে । এতে বলা হয়, বিমানবন্দরে বোমা রয়েছে এবং রিমোটে বোতাম চাপলেই তা ফেটে যাবে । এই হুমকি ইমেল পাওয়ার পরেই বিমানবন্দরগুলি আরও সতর্কতা অবলম্বন করে ৷ বিমানবন্দরের সব গেটে নিরাপত্তা বাড়ানো হয় এবং গভীর রাত পর্যন্ত তল্লাশি অভিযান চালানো হয় । তবে ইমেল পাঠানো ব্যক্তির বিষয়ে কোনও তথ্য এখনও পাওয়া যায়নি ।

বিমানবন্দরের আধিকারিকদের দাবি, সোমবার সন্ধ্যায় বারাণসী বিমানবন্দরের অফিসিয়াল ইমেল আইডিতে একটি মেল ​​এসেছিল । তাতে লেখা ছিল, আমরা 30টি বিমানবন্দরে বোমা লাগিয়েছি এবং রিমোটের বোতাম টিপলেই একের পর এক বিস্ফোরণ শুরু হবে । এই ইমেইল ​​পাওয়ার পর বিমানবন্দরের নিরাপত্তা দল অবিলম্বে বৈঠক করে এবং হাই অ্যালার্ট জারি করা হয় ৷ বিমানবন্দরের সব গেটে নজরদারি বাড়ানো হয় এবং নিবিড়ভাবে চেকিংও শুরু হয় ।

জানা গিয়েছে, গভীর রাত পর্যন্ত দিল্লি বা অন্য কোনও হেড অফিস থেকে হুমকি দেওয়া ব্যক্তির সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি । ই-মেলটি হিন্দিতে লেখা ছিল ৷ ই-মেলে বোমার ইমোজিও আঁকা ছিল । চিঠি পাওয়ার পর বিমানবন্দরের কনফারেন্স হলে জরুরি বৈঠক ডাকা হয় । এতে সিআইএসএফ এবং উত্তরপ্রদেশ পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে বিমানবন্দরে সতর্কতা জারি করা হয় ।

রুট মার্চের পাশাপাশি বিমানবন্দরের আশপাশের গ্রামে যৌথ তল্লাশি অভিযানও শুরু হয় । বিমানবন্দরের সিনিয়র সিআইএসএফ কমান্ড্যান্ট অজয় ​​কুমার বলেছেন, "বিমানবন্দরের কর্তৃপক্ষ সোমবার একটি অজানা ইমেল থেকে হুমকি চিঠি পেয়েছে, যার মধ্যে বারাণসী-সহ দেশের 30টি বিমানবন্দরে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে । যদিও এটি নিছক 'ভুয়ো' হুমকি বলেই মনে হচ্ছে, তবুও সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করা হচ্ছে ।"

এর আগেও কলকাতা-সহ বিভিন্ন বিমানবন্দরে একাধিকবার এরকম হুমকি ইমেল মারফত পাঠানো হয়েছে ৷ তবে পরে তদন্তে জানা গিয়েছে সে সবই ভুয়ো হুমকি ৷ শুধু বিমানবন্দর নয়, স্কুলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল এসেছে ৷ এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে ৷ কারণ, বিমানবন্দরের মতো জায়গায় রোজ হাজারও লোকের আনাগোনা ঘটে ৷ তাই সেখানকার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক, শুরু চিরুনি তল্লাশি
  2. বোমাতঙ্ক! রাজ্যের 200টি স্কুলে হামলার হুমকি
  3. দিল্লির পর বেঙ্গালুরুর স্কুলে বোমাতঙ্ক, ই-মেলে এল ভুয়ো হুমকি

বারাণসী, 30 এপ্রিল: ফের বিমানবন্দরে বোমাতঙ্ক ! এবার বারাণসী-সহ দেশের 30টি বিমানবন্দরে ধারাবাহিকভাবে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল ৷ সোমবার সন্ধ্যায় বিমানবন্দরগুলির অফিসিয়াল ইমেল আইডিতে বোমা হামলার হুমকি মেল আসে । এতে বলা হয়, বিমানবন্দরে বোমা রয়েছে এবং রিমোটে বোতাম চাপলেই তা ফেটে যাবে । এই হুমকি ইমেল পাওয়ার পরেই বিমানবন্দরগুলি আরও সতর্কতা অবলম্বন করে ৷ বিমানবন্দরের সব গেটে নিরাপত্তা বাড়ানো হয় এবং গভীর রাত পর্যন্ত তল্লাশি অভিযান চালানো হয় । তবে ইমেল পাঠানো ব্যক্তির বিষয়ে কোনও তথ্য এখনও পাওয়া যায়নি ।

বিমানবন্দরের আধিকারিকদের দাবি, সোমবার সন্ধ্যায় বারাণসী বিমানবন্দরের অফিসিয়াল ইমেল আইডিতে একটি মেল ​​এসেছিল । তাতে লেখা ছিল, আমরা 30টি বিমানবন্দরে বোমা লাগিয়েছি এবং রিমোটের বোতাম টিপলেই একের পর এক বিস্ফোরণ শুরু হবে । এই ইমেইল ​​পাওয়ার পর বিমানবন্দরের নিরাপত্তা দল অবিলম্বে বৈঠক করে এবং হাই অ্যালার্ট জারি করা হয় ৷ বিমানবন্দরের সব গেটে নজরদারি বাড়ানো হয় এবং নিবিড়ভাবে চেকিংও শুরু হয় ।

জানা গিয়েছে, গভীর রাত পর্যন্ত দিল্লি বা অন্য কোনও হেড অফিস থেকে হুমকি দেওয়া ব্যক্তির সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি । ই-মেলটি হিন্দিতে লেখা ছিল ৷ ই-মেলে বোমার ইমোজিও আঁকা ছিল । চিঠি পাওয়ার পর বিমানবন্দরের কনফারেন্স হলে জরুরি বৈঠক ডাকা হয় । এতে সিআইএসএফ এবং উত্তরপ্রদেশ পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে বিমানবন্দরে সতর্কতা জারি করা হয় ।

রুট মার্চের পাশাপাশি বিমানবন্দরের আশপাশের গ্রামে যৌথ তল্লাশি অভিযানও শুরু হয় । বিমানবন্দরের সিনিয়র সিআইএসএফ কমান্ড্যান্ট অজয় ​​কুমার বলেছেন, "বিমানবন্দরের কর্তৃপক্ষ সোমবার একটি অজানা ইমেল থেকে হুমকি চিঠি পেয়েছে, যার মধ্যে বারাণসী-সহ দেশের 30টি বিমানবন্দরে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে । যদিও এটি নিছক 'ভুয়ো' হুমকি বলেই মনে হচ্ছে, তবুও সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করা হচ্ছে ।"

এর আগেও কলকাতা-সহ বিভিন্ন বিমানবন্দরে একাধিকবার এরকম হুমকি ইমেল মারফত পাঠানো হয়েছে ৷ তবে পরে তদন্তে জানা গিয়েছে সে সবই ভুয়ো হুমকি ৷ শুধু বিমানবন্দর নয়, স্কুলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল এসেছে ৷ এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে ৷ কারণ, বিমানবন্দরের মতো জায়গায় রোজ হাজারও লোকের আনাগোনা ঘটে ৷ তাই সেখানকার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক, শুরু চিরুনি তল্লাশি
  2. বোমাতঙ্ক! রাজ্যের 200টি স্কুলে হামলার হুমকি
  3. দিল্লির পর বেঙ্গালুরুর স্কুলে বোমাতঙ্ক, ই-মেলে এল ভুয়ো হুমকি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.