ETV Bharat / bharat

দিন শুরুর আগে দেখে নিন আজ আপনার ভাগ্যে কী রয়েছে ? - 27th February Horoscope

Daily Horoscope: আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে রয়েছে বিবাহের যোগ রয়েছে ৷ আর কী কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Daily Horoscope
আজকের রাশিফল
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 6:01 AM IST

মেষ: আজ নিজেকে ভীষণ নিঃস্ব ও অস্তিত্বহীন মনে হবে। যার ফলে আধ্যাত্মিকতার দিকে মন যেতে পারে। ধ্যান ও প্রার্থনায় আরও বেশি মনোনিবেশ করবেন। সেই সঙ্গে যথেষ্ট পার্থিব উন্নতিও ঘটবে।

বৃষ: আজ শুরু করা যেকোনও কাজেই আপনার সফল হওয়ার সম্ভাবনা আছে। বিকালে করা আর্থিক লেনদেন সন্তোষজনক এবং লাভজনক হতে পারে। দিনটি আপনার প্রত্যাশা অনুযায়ী উত্তেজনাপূর্ণ নাও হতে পারে। ক্লান্তিকর দিনটির প্রতিদানস্বরূপ এক উপভোগ্য সন্ধ্যা পেতে চলেছেন।

মিথুন: এটা বিনোদন ও বিলাসিতা উপভোগ করার সময়। আপনি সাংসারিক বিষয় ও সন্তানদের প্রয়োজন সম্পর্কে আরও মনোযোগী হবেন। বিকালের পরে নিজের খাদ্যাভ্যাস ও অন্যান্য স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে চিন্তা করবেন। তবে, এই চিন্তাগুলি সাময়িককালের জন্যই থাকবে।

কর্কট: আপনি ক্লান্ত ও দুর্বল বোধ করবেন ৷ তবে অফিস বা ব্যবসার কাজে চাপ থাকবে না । এর ফলে আপনি অনেক বেশি যত্নশীল থাকবেন ৷ হাতে পাওয়া নতুন দায়িত্ব পূরণ করতে পারবেন। ভ্রমণের ক্ষেত্রে ব্যয়ের সম্ভাবনা আছে ।

সিংহ: দায়িত্বভার পেলে অনুপযুক্ত ব্যক্তিকেও শক্তি অর্জন করে নিতে হয়। সেই সঙ্গে আজ দায়িত্ব আরও একটু বাড়বে। দিনের শেষে নিজের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে বলে মনে হতে পারে। গুরুত্বপূর্ণ দায়িত্বভার সামলানো তো সহজ কথা নয়।

কন্যা: নতুন কাজকর্ম শুরু করার জন্য এটা সঠিক সময় । হাতে পড়ে থাকা পুরোনো কাজগুলিও শেষ করতে পারবেন । পরের সপ্তাহের মধ্যে আপনি নিজেকে চাঙ্গা করার চেষ্টা করবেন। বিনোদন ও আনন্দ উপভোগের জন্য পার্টিতে যেতে পারেন । বাচ্চারা পরিবারের গর্ব বাড়াতে পারে, যা আপনাকে আরও বেশি প্রেরণা দেবে।

তুলা: একঘেয়ে জীবন থেকে ছুটি নিতে চাইবেন। এই মাঝেমধ্যে সকলেরই অত্যাবশ্যকীয় পরিবর্তন দরকার হয়। দিনের শেষের দিকে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে।

বৃশ্চিক: সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা ও অসীম শক্তি, এই হল আজকের দিন। কর্মক্ষেত্রে, আপনি উত্তেজনাপূর্ণ কাজের সন্ধানে থাকবেন। কাজ বা পড়াশোনার ক্ষেত্রে যেকোনও কিছুর মোকাবিলা করার মত কর্মশক্তি আজ আপনার মধ্যে আছে। দিনের শেষে পার্টিতে গিয়ে বা বন্ধুদের নিয়ে ডিনার করার মাধ্যমে সামাজিকতা বজায় রাখবেন।

ধনু: গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী লেনদেনে আপনার উল্লেখযোগ্য ভূমিকা থাকতে চলেছে। তবে, কাজের ক্ষেত্রে প্রত্যাশিত ফল নাও পেতে পারেন। যদিও, সন্ধ্যায় প্রিয়জনদের সাহচর্যে সব নেতিবাচক চিন্তা দূর হয়ে যাবে ৷ আপনি আবার হালকা মেজাজ ফিরে পাবেন।

মকর: আজ আপনার মেজাজ বেশ ফুরফুরে থাকবে ৷ যেকোনও ধরণের কাজে অংশ নিতে ইচ্ছে করবে। ব্যবসায়িক সুযোগ চোখে পড়বে ৷ ভাগ্য আপনার সঙ্গে থাকায় এই উদ্যোগগুলিতে আপনি সফল হবেন। সামাজিকভাবে, অনেকের সঙ্গেই আপনার দেখা হবে ৷ তাদের নিজের রসবোধের মাধ্যমে খুশি করতে ব্যস্ত থাকবেন ।

কুম্ভ: সাধারণত আপনি অন্যদের কাজের দায়িত্ব বুঝিয়ে দেন ৷ কিন্তু আজ পরিস্থিতি একটু আলাদা থাকবে। আপনার উপর কাজের প্রচুর চাপ থাকবে ৷ সাহায্য করার মত কাউকে পাশে পাবেন না। তবে, হতাশ হবেন না ৷ পরিশ্রমের উপযুক্ত পুরষ্কারও আপনি পাবেন। আপনার কাজ ও দায়িত্ববোধ অন্যদেরও অনুপ্রাণিত করবে।

মীন: কাজের জায়গায় আজ শুরুতে আপনি একাধিক সৃষ্টিশীল চিন্তাভাবনা ও পরামর্শ দেবেন ৷ তবে দিনের মাঝামাঝি সময়ে এসে ক্লান্তবোধ করবেন । হয়তো নিজেকে পুনরুজ্জীবিত করার জন্য সপ্তাহের শেষে ছুটি কাটাতে যেতে পারেন।

মেষ: আজ নিজেকে ভীষণ নিঃস্ব ও অস্তিত্বহীন মনে হবে। যার ফলে আধ্যাত্মিকতার দিকে মন যেতে পারে। ধ্যান ও প্রার্থনায় আরও বেশি মনোনিবেশ করবেন। সেই সঙ্গে যথেষ্ট পার্থিব উন্নতিও ঘটবে।

বৃষ: আজ শুরু করা যেকোনও কাজেই আপনার সফল হওয়ার সম্ভাবনা আছে। বিকালে করা আর্থিক লেনদেন সন্তোষজনক এবং লাভজনক হতে পারে। দিনটি আপনার প্রত্যাশা অনুযায়ী উত্তেজনাপূর্ণ নাও হতে পারে। ক্লান্তিকর দিনটির প্রতিদানস্বরূপ এক উপভোগ্য সন্ধ্যা পেতে চলেছেন।

মিথুন: এটা বিনোদন ও বিলাসিতা উপভোগ করার সময়। আপনি সাংসারিক বিষয় ও সন্তানদের প্রয়োজন সম্পর্কে আরও মনোযোগী হবেন। বিকালের পরে নিজের খাদ্যাভ্যাস ও অন্যান্য স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে চিন্তা করবেন। তবে, এই চিন্তাগুলি সাময়িককালের জন্যই থাকবে।

কর্কট: আপনি ক্লান্ত ও দুর্বল বোধ করবেন ৷ তবে অফিস বা ব্যবসার কাজে চাপ থাকবে না । এর ফলে আপনি অনেক বেশি যত্নশীল থাকবেন ৷ হাতে পাওয়া নতুন দায়িত্ব পূরণ করতে পারবেন। ভ্রমণের ক্ষেত্রে ব্যয়ের সম্ভাবনা আছে ।

সিংহ: দায়িত্বভার পেলে অনুপযুক্ত ব্যক্তিকেও শক্তি অর্জন করে নিতে হয়। সেই সঙ্গে আজ দায়িত্ব আরও একটু বাড়বে। দিনের শেষে নিজের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে বলে মনে হতে পারে। গুরুত্বপূর্ণ দায়িত্বভার সামলানো তো সহজ কথা নয়।

কন্যা: নতুন কাজকর্ম শুরু করার জন্য এটা সঠিক সময় । হাতে পড়ে থাকা পুরোনো কাজগুলিও শেষ করতে পারবেন । পরের সপ্তাহের মধ্যে আপনি নিজেকে চাঙ্গা করার চেষ্টা করবেন। বিনোদন ও আনন্দ উপভোগের জন্য পার্টিতে যেতে পারেন । বাচ্চারা পরিবারের গর্ব বাড়াতে পারে, যা আপনাকে আরও বেশি প্রেরণা দেবে।

তুলা: একঘেয়ে জীবন থেকে ছুটি নিতে চাইবেন। এই মাঝেমধ্যে সকলেরই অত্যাবশ্যকীয় পরিবর্তন দরকার হয়। দিনের শেষের দিকে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে।

বৃশ্চিক: সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা ও অসীম শক্তি, এই হল আজকের দিন। কর্মক্ষেত্রে, আপনি উত্তেজনাপূর্ণ কাজের সন্ধানে থাকবেন। কাজ বা পড়াশোনার ক্ষেত্রে যেকোনও কিছুর মোকাবিলা করার মত কর্মশক্তি আজ আপনার মধ্যে আছে। দিনের শেষে পার্টিতে গিয়ে বা বন্ধুদের নিয়ে ডিনার করার মাধ্যমে সামাজিকতা বজায় রাখবেন।

ধনু: গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী লেনদেনে আপনার উল্লেখযোগ্য ভূমিকা থাকতে চলেছে। তবে, কাজের ক্ষেত্রে প্রত্যাশিত ফল নাও পেতে পারেন। যদিও, সন্ধ্যায় প্রিয়জনদের সাহচর্যে সব নেতিবাচক চিন্তা দূর হয়ে যাবে ৷ আপনি আবার হালকা মেজাজ ফিরে পাবেন।

মকর: আজ আপনার মেজাজ বেশ ফুরফুরে থাকবে ৷ যেকোনও ধরণের কাজে অংশ নিতে ইচ্ছে করবে। ব্যবসায়িক সুযোগ চোখে পড়বে ৷ ভাগ্য আপনার সঙ্গে থাকায় এই উদ্যোগগুলিতে আপনি সফল হবেন। সামাজিকভাবে, অনেকের সঙ্গেই আপনার দেখা হবে ৷ তাদের নিজের রসবোধের মাধ্যমে খুশি করতে ব্যস্ত থাকবেন ।

কুম্ভ: সাধারণত আপনি অন্যদের কাজের দায়িত্ব বুঝিয়ে দেন ৷ কিন্তু আজ পরিস্থিতি একটু আলাদা থাকবে। আপনার উপর কাজের প্রচুর চাপ থাকবে ৷ সাহায্য করার মত কাউকে পাশে পাবেন না। তবে, হতাশ হবেন না ৷ পরিশ্রমের উপযুক্ত পুরষ্কারও আপনি পাবেন। আপনার কাজ ও দায়িত্ববোধ অন্যদেরও অনুপ্রাণিত করবে।

মীন: কাজের জায়গায় আজ শুরুতে আপনি একাধিক সৃষ্টিশীল চিন্তাভাবনা ও পরামর্শ দেবেন ৷ তবে দিনের মাঝামাঝি সময়ে এসে ক্লান্তবোধ করবেন । হয়তো নিজেকে পুনরুজ্জীবিত করার জন্য সপ্তাহের শেষে ছুটি কাটাতে যেতে পারেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.