ETV Bharat / bharat

ভোর রাতে রেল দুর্ঘটনা, বরাতজোরে রক্ষা পেলেন যাত্রীরা - SOMNATH EXPRESS DERAIL

Train derailed in MP: দেশে ফের রেল দুর্ঘটনা ৷ শনিবার ভোরে মধ্যপ্রদেশের জবলপুর স্টেশনে লাইনচ্যুত ইন্দোর-জবলপুর সোমনাথ এক্সপ্রেসের 2টি কামরা ৷ ট্রেনের গতি কম থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি ৷

Train derailed in MP
লাইনচ্যুত ইন্দোর-জবলপুর এক্সপ্রেস (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2024, 10:13 AM IST

Updated : Sep 7, 2024, 10:48 AM IST

জবলপুর, 7 সেপ্টেম্বর: গণেশ পুজোয় মেতে উঠেছে দেশ ৷ এরই মধ্যে ফের রেল দুর্ঘটনা ! লাইনচ্যুত ইন্দোর-জবলপুর এক্সপ্রেসের দু'টি কামরা ৷ শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জবলপুর রেলওয়ে স্টেশনে ৷ তবে ভাগ্যক্রমে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷

পশ্চিম-মধ্য রেলের মুখ্য় জনসংযোগ আধিকারিক হর্ষিত শ্রীবাস্তব জানিয়েছেন, এদিন ভোরে ইন্দোর থেকে জবলপুর আসছিল ট্রেনটি ৷ স্টেশন থেকে 150 মিটার দূরে 6 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে 5টা 50 মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ ট্রেনের গতি কম থাকার কারণে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে জানিয়েছেন শ্রীবাস্তব ৷ তবে ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটেছে, তা এখনও জানা যায়নি ৷

হর্ষিত জানিয়েছেন, সংস্কারের কাজ শুরু হয়েছে ৷ দুর্ঘটনার তদন্তের জন্য ইতিমধ্য়ে একটি কমিটি গঠন করা হয়েছে ৷ পশ্চিম-মধ্য় রেলের ডিভিশনল কমার্শিয়াল ম্যানেজার মধুর ভার্মা জানান, এদিন ভোর 5টা 35 মিনিটে জবলপুর স্টেশনে পৌঁছনোর কথা ছিল ট্রেনটি ৷ কিন্তু পৌঁছতে কয়েক মিনিট দেরি করে ট্রেনটি ৷ লোকো পাইলট সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেওয়ায় অন্য় কোচগুলির কোনও ক্ষতি হয়নি ৷ শুধুমাত্র ইঞ্জিন লাগোয়া দু'টি কোচ লাইনচ্যুত হয় ৷

ভার্মা আরও বলেন, "ট্রেনের গতি কম থাকায় যাত্রীদের কোনও ক্ষতি হয়নি ৷ রেলের তরফে তাঁদের সময় নষ্ট না করে উদ্ধার করা হয় ৷ তবে দুর্ঘটনার জেরে অন্য লাইনে ট্রেন চলাচল প্রায় এক ঘণ্টা নাগাদ বন্ধ ছিল ৷" তিনি আরও জানান, বড় কোনও দুর্ঘটনা হয়নি ঠিকই, তবে বিচারবিভাগীয় তদন্ত করা হবে ৷

প্রসঙ্গত, শেষ কয়েক মাসে দেশের একাধিক রাজ্যে ট্রেন দুর্ঘটনার খবর সামনে এসেছে ৷ গত 17 অগস্ট কানপুর-ভীমসেন সেকশনে বারাণসী থেকে আমেদাবাদগামী সবরমতি এক্সপ্রেস (19168 ) লাইনচ্যুত হয়েছিল 22টি বগি ৷ যদিও এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি ৷

জবলপুর, 7 সেপ্টেম্বর: গণেশ পুজোয় মেতে উঠেছে দেশ ৷ এরই মধ্যে ফের রেল দুর্ঘটনা ! লাইনচ্যুত ইন্দোর-জবলপুর এক্সপ্রেসের দু'টি কামরা ৷ শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জবলপুর রেলওয়ে স্টেশনে ৷ তবে ভাগ্যক্রমে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷

পশ্চিম-মধ্য রেলের মুখ্য় জনসংযোগ আধিকারিক হর্ষিত শ্রীবাস্তব জানিয়েছেন, এদিন ভোরে ইন্দোর থেকে জবলপুর আসছিল ট্রেনটি ৷ স্টেশন থেকে 150 মিটার দূরে 6 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে 5টা 50 মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ ট্রেনের গতি কম থাকার কারণে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে জানিয়েছেন শ্রীবাস্তব ৷ তবে ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটেছে, তা এখনও জানা যায়নি ৷

হর্ষিত জানিয়েছেন, সংস্কারের কাজ শুরু হয়েছে ৷ দুর্ঘটনার তদন্তের জন্য ইতিমধ্য়ে একটি কমিটি গঠন করা হয়েছে ৷ পশ্চিম-মধ্য় রেলের ডিভিশনল কমার্শিয়াল ম্যানেজার মধুর ভার্মা জানান, এদিন ভোর 5টা 35 মিনিটে জবলপুর স্টেশনে পৌঁছনোর কথা ছিল ট্রেনটি ৷ কিন্তু পৌঁছতে কয়েক মিনিট দেরি করে ট্রেনটি ৷ লোকো পাইলট সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেওয়ায় অন্য় কোচগুলির কোনও ক্ষতি হয়নি ৷ শুধুমাত্র ইঞ্জিন লাগোয়া দু'টি কোচ লাইনচ্যুত হয় ৷

ভার্মা আরও বলেন, "ট্রেনের গতি কম থাকায় যাত্রীদের কোনও ক্ষতি হয়নি ৷ রেলের তরফে তাঁদের সময় নষ্ট না করে উদ্ধার করা হয় ৷ তবে দুর্ঘটনার জেরে অন্য লাইনে ট্রেন চলাচল প্রায় এক ঘণ্টা নাগাদ বন্ধ ছিল ৷" তিনি আরও জানান, বড় কোনও দুর্ঘটনা হয়নি ঠিকই, তবে বিচারবিভাগীয় তদন্ত করা হবে ৷

প্রসঙ্গত, শেষ কয়েক মাসে দেশের একাধিক রাজ্যে ট্রেন দুর্ঘটনার খবর সামনে এসেছে ৷ গত 17 অগস্ট কানপুর-ভীমসেন সেকশনে বারাণসী থেকে আমেদাবাদগামী সবরমতি এক্সপ্রেস (19168 ) লাইনচ্যুত হয়েছিল 22টি বগি ৷ যদিও এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি ৷

Last Updated : Sep 7, 2024, 10:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.