ETV Bharat / bharat

চেন্নাইয়ে ফিরলেন শ্রীলঙ্কা থেকে মুক্ত 19 ভারতীয় মৎসজীবী - FISHERMEN RELEASED FROM SRI LANKA - FISHERMEN RELEASED FROM SRI LANKA

Fishermen Released from Sri Lanka: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের হস্তক্ষেপে মুক্তি পেলেন শ্রীলঙ্কার হাতে বন্দি মৎসজীবীরা ৷ একমাস পর বুধবার দেশে ফিরলেন তাঁরা ৷ 6 মার্চ 19 জন মৎসজীবীকে গ্রেফতার করেছিল শ্রীলঙ্কার নৌবাহিনী ৷

Indian fishermen
Indian fishermen
author img

By ANI

Published : Apr 10, 2024, 3:29 PM IST

চেন্নাই, 10 এপ্রিল: দেশে ফিরলেন শ্রীলঙ্কা থেকে মুক্তি পাওয়া ভারতীয় মৎসজীবীরা ৷ 19 জন মৎসজীবী বুধবার সকালে চেন্নাই বিমানবন্দরে পৌঁছেছেন। মাছ ধরতে গিয়ে তাঁরা শ্রীলঙ্কার জলসীমায় ঢুকে পড়েছিলেন ৷ সকলেই তামিলনাড়ুর রামানাথপুরম এবং তার আশেপাশের এলাকার বাসিন্দা। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের হস্তক্ষেপের অবশেষে সুরাহা হয় ৷ মঙ্গলবার শ্রীলঙ্কা 19 জন মৎসজীবীকে ছেড়ে দিয়েছে এবং বুধবার সকালে চেন্নাইয়ে এসেছেন তাঁরা । সেখান থেকে তাঁরা বাড়ির পথে রওনা দিয়েছেন ৷

শ্রীলঙ্কায় ভারতীয় দূতাবাস মঙ্গলবার এক্সে লিখেছে, "19 জন ভারতীয় মৎসজীবীকে শ্রীলঙ্কা থেকে গ্রেফতার করা হয়েছিল ৷ তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে ৷ তাঁরা চেন্নাই যাচ্ছে ।" চলতি সপ্তাহের শুরুতে তামিলনাড়ুর মোট 19 জন মৎসজীবীকে শ্রীলঙ্কার কলম্বো থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে চেন্নাই পাঠানো হয়েছিল ৷ 6 মার্চ সীমান্ত অতিক্রম করার জন্য শ্রীলঙ্কার নৌবাহিনী তাঁদের গ্রেফতার করেছিল । 19 জন মৎসজীবীদের মধ্যে মায়িলাদুথুরাইয়ের 9 জন, পুদুকোট্টাইয়ের চারজন এবং পুদুচেরি রাজ্যের করাইকালের ৬ জন রয়েছেন । তাঁরা সবাই গত 6 মার্চ দুটি নৌকায় করে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন ।

কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে মৎস্যজীবীদের পরিবারগুলি শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে গ্রেফতার হওয়া জেলেদের মুক্তির ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছিল । এর পরিপ্রেক্ষিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন অবিলম্বে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে একটি চিঠি লিখেছিলেন ৷ তাতে তিনি জেলেদের মুক্তি দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন । শ্রীলঙ্কায় ভারতীয় দূতাবাসের আধিকারিকরা পরে শ্রীলঙ্কার সরকারি কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন । তারপরেই মুক্তি দেওয়া হয় ভারতীয় মৎসজীবীদের ৷

আরও পড়ুন:

  1. আন্তর্জাতিক জল-সীমানায় তামিলনাড়ুর 6 মৎসজীবীকে আটক শ্রীলঙ্কার নৌবাহিনীর, চলতি বছরে গ্রেফতার 220
  2. কেন্দ্রীয় অর্থমন্ত্রীর হস্তক্ষেপ, 24 ঘণ্টার মধ্যে 22 ভারতীয় মৎসজীবীকে মুক্তি শ্রীলঙ্কার নৌবাহিনীর
  3. দীপাবলির আগে 80 জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিচ্ছে পাকিস্তান

চেন্নাই, 10 এপ্রিল: দেশে ফিরলেন শ্রীলঙ্কা থেকে মুক্তি পাওয়া ভারতীয় মৎসজীবীরা ৷ 19 জন মৎসজীবী বুধবার সকালে চেন্নাই বিমানবন্দরে পৌঁছেছেন। মাছ ধরতে গিয়ে তাঁরা শ্রীলঙ্কার জলসীমায় ঢুকে পড়েছিলেন ৷ সকলেই তামিলনাড়ুর রামানাথপুরম এবং তার আশেপাশের এলাকার বাসিন্দা। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের হস্তক্ষেপের অবশেষে সুরাহা হয় ৷ মঙ্গলবার শ্রীলঙ্কা 19 জন মৎসজীবীকে ছেড়ে দিয়েছে এবং বুধবার সকালে চেন্নাইয়ে এসেছেন তাঁরা । সেখান থেকে তাঁরা বাড়ির পথে রওনা দিয়েছেন ৷

শ্রীলঙ্কায় ভারতীয় দূতাবাস মঙ্গলবার এক্সে লিখেছে, "19 জন ভারতীয় মৎসজীবীকে শ্রীলঙ্কা থেকে গ্রেফতার করা হয়েছিল ৷ তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে ৷ তাঁরা চেন্নাই যাচ্ছে ।" চলতি সপ্তাহের শুরুতে তামিলনাড়ুর মোট 19 জন মৎসজীবীকে শ্রীলঙ্কার কলম্বো থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে চেন্নাই পাঠানো হয়েছিল ৷ 6 মার্চ সীমান্ত অতিক্রম করার জন্য শ্রীলঙ্কার নৌবাহিনী তাঁদের গ্রেফতার করেছিল । 19 জন মৎসজীবীদের মধ্যে মায়িলাদুথুরাইয়ের 9 জন, পুদুকোট্টাইয়ের চারজন এবং পুদুচেরি রাজ্যের করাইকালের ৬ জন রয়েছেন । তাঁরা সবাই গত 6 মার্চ দুটি নৌকায় করে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন ।

কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে মৎস্যজীবীদের পরিবারগুলি শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে গ্রেফতার হওয়া জেলেদের মুক্তির ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছিল । এর পরিপ্রেক্ষিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন অবিলম্বে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে একটি চিঠি লিখেছিলেন ৷ তাতে তিনি জেলেদের মুক্তি দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন । শ্রীলঙ্কায় ভারতীয় দূতাবাসের আধিকারিকরা পরে শ্রীলঙ্কার সরকারি কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন । তারপরেই মুক্তি দেওয়া হয় ভারতীয় মৎসজীবীদের ৷

আরও পড়ুন:

  1. আন্তর্জাতিক জল-সীমানায় তামিলনাড়ুর 6 মৎসজীবীকে আটক শ্রীলঙ্কার নৌবাহিনীর, চলতি বছরে গ্রেফতার 220
  2. কেন্দ্রীয় অর্থমন্ত্রীর হস্তক্ষেপ, 24 ঘণ্টার মধ্যে 22 ভারতীয় মৎসজীবীকে মুক্তি শ্রীলঙ্কার নৌবাহিনীর
  3. দীপাবলির আগে 80 জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিচ্ছে পাকিস্তান
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.