ETV Bharat / bharat

অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন 24 জুন, একই দিনে রাজ্যসভার অধিবেশনও - Parliament Session - PARLIAMENT SESSION

Parliament Session: 24 জুন থেকে শুরু হচ্ছে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন ৷ শেষ হবে 3 জুলাই ৷ একই সময়ে অনুষ্ঠিত হবে রাজ্যসভার অধিবেশনও ৷ যৌথ সভায় ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷

Kiren Rijiju
সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 12, 2024, 12:33 PM IST

নয়াদিল্লি, 12 জুন: নবনির্বাচিত সাংসদদের নিয়ে শুরু হতে চলেছে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন ৷ আগামী 24 জুন থেকে এই অধিবেশন শুরু হবে ৷ বুধবার এমনটাই জানিয়েছেন নয়া সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু ৷ জানা গিয়েছে, অধিবেশনের প্রথম তিনদিন নবনির্বাচিত সাংসদরা শপথ নেবেন ৷ পাশাপাশি লোকসভার তাঁদের সদস্যপদ নিশ্চিত করা হবে ৷ একই সঙ্গে ওইদিন লোকসভার অধ্যক্ষ বা স্পিকার নির্বাচিত হবেন । এই অধিবেশন শেষ হবে আগামী 3 জুলাই ।

27 জুন লোকসভা এবং রাজ্যসভার যৌথ সভায় ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ পাশাপাশি আগামী পাঁচ বছরের জন্য নতুন এনডিএ সরকার কীভাবে কাজ করবে তার রূপরেখা দেবেন তিনি । সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন নিয়ে পোস্ট করেছেন ৷ সেখানে তিনি লিখেছেন " নবনির্বাচিত সাংসদদের শপথ/নিশ্চতকরণ, স্পিকার নির্বাচন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ এবং আলোচনার জন্য অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন ডাকা হচ্ছে ৷ 24 জুন থেকে শুরু হবে 3 জুলাই পর্যন্ত চলবে এই অধিবেশন ৷"

সংসদীয় বিষয়ক মন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্যসভার 264তম অধিবেশনও 27 জুন শুরু হবে এবং 3 জুলাই শেষ হবে । 27 জুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে তাঁর মন্ত্রীসভার সদস্যদের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেবেন বলে মনে করা হচ্ছে । সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জ্ঞাপনে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । রাজনৈতিক মহলের মতে, রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপনে আক্রমণাত্মক ভূমিকা নিতে পারে বিরোধী 'ইন্ডিয়া' জোট ৷ রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান, এনডিএ সরকারকে বিভিন্ন বিষয়ে কোণঠাসা করার চেষ্টা করবে বিরোধীরা ।

(সংবাদ সংস্থা-পিটিআই)

নয়াদিল্লি, 12 জুন: নবনির্বাচিত সাংসদদের নিয়ে শুরু হতে চলেছে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন ৷ আগামী 24 জুন থেকে এই অধিবেশন শুরু হবে ৷ বুধবার এমনটাই জানিয়েছেন নয়া সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু ৷ জানা গিয়েছে, অধিবেশনের প্রথম তিনদিন নবনির্বাচিত সাংসদরা শপথ নেবেন ৷ পাশাপাশি লোকসভার তাঁদের সদস্যপদ নিশ্চিত করা হবে ৷ একই সঙ্গে ওইদিন লোকসভার অধ্যক্ষ বা স্পিকার নির্বাচিত হবেন । এই অধিবেশন শেষ হবে আগামী 3 জুলাই ।

27 জুন লোকসভা এবং রাজ্যসভার যৌথ সভায় ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ পাশাপাশি আগামী পাঁচ বছরের জন্য নতুন এনডিএ সরকার কীভাবে কাজ করবে তার রূপরেখা দেবেন তিনি । সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন নিয়ে পোস্ট করেছেন ৷ সেখানে তিনি লিখেছেন " নবনির্বাচিত সাংসদদের শপথ/নিশ্চতকরণ, স্পিকার নির্বাচন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ এবং আলোচনার জন্য অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন ডাকা হচ্ছে ৷ 24 জুন থেকে শুরু হবে 3 জুলাই পর্যন্ত চলবে এই অধিবেশন ৷"

সংসদীয় বিষয়ক মন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্যসভার 264তম অধিবেশনও 27 জুন শুরু হবে এবং 3 জুলাই শেষ হবে । 27 জুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে তাঁর মন্ত্রীসভার সদস্যদের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেবেন বলে মনে করা হচ্ছে । সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জ্ঞাপনে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । রাজনৈতিক মহলের মতে, রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপনে আক্রমণাত্মক ভূমিকা নিতে পারে বিরোধী 'ইন্ডিয়া' জোট ৷ রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান, এনডিএ সরকারকে বিভিন্ন বিষয়ে কোণঠাসা করার চেষ্টা করবে বিরোধীরা ।

(সংবাদ সংস্থা-পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.