- মুলতুবি হল সংসদ ৷ বুধবার সকাল 11টা থেকে অধিবেশন শুরু হবে ৷ এদিন লোকসভার অধ্যক্ষ নির্বাচন হবে ৷
LOK SABHA SESSION LIVE UPDATES: শপথ নিলেন বাংলার অভিষেক থেকে অভিজিৎ, অনুপস্থিত দেব - FIRST SESSION OF 18th LOK SABHA - FIRST SESSION OF 18TH LOK SABHA
Published : Jun 24, 2024, 10:16 AM IST
|Updated : Jun 25, 2024, 6:07 PM IST
শুরু হল অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন ৷ বেলা 11টায় অধিবেশন শুরু হতেই তরজা শুরু হয় স্পিকার পদে নির্বাচন নিয়ে ৷ রীতি মেনে ডেপুটি স্পিকার পদ চেয়ে না-পাওয়ায় বেলা 12টা নাগাদ স্পিকার পদপ্রার্থী হিসেবে বিরোধী জোটের তরফে মনোনয়ন জমা দেন কংগ্রেস সাংসদ কে সুরেশ ৷ এনডিও জোটের তরফে মনোনয়ন দিয়েছেন ওম বিড়লা ৷ যা নিয়ে তরজা চলছে ৷ বেলা 2টো 15 পর্যন্ত মুলতুবি করা হয়েছে সংসদের নিম্নকক্ষের অধিবেশন ৷
LIVE FEED
সংসদে আজকের মতো মুলতুবি
হুইপ জারি করল কংগ্রেস
হুইপ জারি করল কংগ্রেস ৷ আগামিকাল, 26 জুন সংসদে লোকসভা অধ্যক্ষ নির্বাচন হবে ৷ তাতে সব কংগ্রেস সাংসদকে উপস্থিত থাকার জন্য হুইপ জারি করেছে কংগ্রেস ৷
-
Congress issues a three-line whip to its party MPs in Lok Sabha to remain present in the House tomorrow, 26th June pic.twitter.com/x9fGMAoOuJ
— ANI (@ANI) June 25, 2024
শপথ নিলেন বাংলার মহুয়া-ইরফান-জুন-রচনা-অভিষেক
- পশ্চিমবঙ্গের অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ইরফান পাঠান, মহুয়া মৈত্র, সৌমেন্দু অধিকারী ৷ ঘাটালের সাংসদ দেব অনুপস্থিত ছিলেন ৷
শপথ বাক্য পাঠ করে 'জয় প্যালেস্তাইন' বললেন ওয়াইসি
- শপথ বাক্য পাঠ করে শেষে 'জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় প্যালেস্তাইন' বললেন এআইএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "অন্য সবাই অনেক কিছু বলছেন ৷ আমি বলেছি 'জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় প্যালেস্তাইন' বলেছি ৷ কী ভুল বলেছি ? সংবিধানে কিছু বলা আছে ?"
সংবিধান হাতে শপথ রাহুলের
- লাল রঙের সংবিধান হাতে সাংসদ হিসেবে শপথ নিলেন রাহুল গান্ধি ৷ এবারের নির্বাচনে তিনি কেরলের ওয়েনাড় এবং উত্তরপ্রদেশের রায়বরেলি থেকে প্রার্থী হয়েছিলেন ৷ দু'টি কেন্দ্র থেকেই বিপুল ভোটে জয়ী হন ৷ গতকাল তিনি ওয়েনাড়ের সাংসদ পদে ইস্তফা দেন ৷ দক্ষিণের এই কেন্দ্রটি থেকে প্রার্থী হবেন তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷
কে সুরেশ অধ্যক্ষ পদপ্রার্থী, জানেই না তৃণমূল
- বিরোধী 'ইন্ডিয়া' শিবির কংগ্রেস সাংসদ কে সুরেশকে লোকসভার অধ্যক্ষ প্রার্থী করেছে ৷ এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, "এ নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি ৷ কোনও আলোচনাও হয়নি ৷ দুর্ভাগ্যবশত, এটি একক সিদ্ধান্ত ৷"
-
#WATCH | On K. Suresh's candidature for Lok Sabha Speaker, TMC MP Abhishek Banerjee says, "...We were not contacted about this, there was no discussion. Unfortunately, this is a unilateral decision." pic.twitter.com/UpzcbdE5gS
— ANI (@ANI) June 25, 2024
2টো 15 পর্যন্ত মুলতুবি অধিবেশন
বেলা 2টো 15 মিনিট পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হল লোকসভার অধিবেশন ৷ মুলতুবির পর অধিবেশন শুরু হলে শপথ গ্রহণ করবেন বাকি সাংসদরা ৷ স্পিকার নির্বাচন নিয়ে তরজা চলছেই ৷
স্পিকার পদে মনোনয়ন নিয়ে মুখ খুললেন কে সুরেশ
স্পিকার পদে তাঁর মনোনয়ন পেশ ঘিরে উত্তাল অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন ৷ এ ব্য়াপারে কে সুরেশ নিজে বলেন, "এটা সম্পূর্ণই আমার দলের সিদ্ধান্ত, আমার নয় ৷ শাসক শিবির থেকে স্পিকার এবং বিরোধী শিবির থেকে ডেপুটি-স্পিকার, এটা লোকসভার রীতি ৷ কিন্তউ ওরা আমাদের সেই পদ দিতে রাজি ছিল না ৷ আমরা বেলা 11টা 50 মিনিট পর্যন্ত অপেক্ষা করেছি কিন্তু কোনও সাড়া মেলেনি ৷"
-
#WATCH | On his nomination for the post of Lok Sabha Speaker, Congress MP K Suresh says, "I have filed my nomination. It is the party's decision, not mine. There is a convention in Lok Sabha that the Speaker will be from the ruling party and the Deputy Speaker will be from the… pic.twitter.com/hau8cFh43w
— ANI (@ANI) June 25, 2024
কে সুরেশের মনোনয়নে ক্ষুব্ধ এনডিএ
বিরোধীদের স্পিকার পদপ্রার্থী হিসেবে কে সুরেশ মনোনয়ন জমা দেওয়ায় ক্ষুব্ধ এনডিএ ৷ কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান বলেন, "এটা কোনও রাজনৈতিক দলের নির্বাচন নয় ৷ এটা পুরো ভবনের নির্বাচন ৷ স্বাধীনতার পর স্পিকার পদে নির্বাচন হয়েছে বলে আমার মনে পড়ে না ৷ বিরোধীরা যা করছে সেটা সঠিক নয় ৷ নির্বাচন হলেও ওম বিড়লা-ই জিতবেন ৷"
-
#WATCH | Union Minister Chirag Paswan says "This is not the elections for any party. The election of the Speaker is for the House. I do not remember if there was any election for the post of Speaker after independence. The way the Opposition has come up with conditions that they… pic.twitter.com/j9fajJ38Ud
— ANI (@ANI) June 25, 2024
স্পিকার পদ নিয়ে ঐক্যমতে পৌঁছতে ব্যর্থ শাসক-বিরোধীরা
এনডিএ'র ওম বিড়লার পাশাপাশি বিরোধী জোটের তরফে স্পিকার পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করলেন কংগ্রেস সাংসদ কে সুরেশ ৷ স্পিকার পদ নিয়ে ঐক্যমতে পৌঁছতে ব্যর্থ শাসক-বিরোধীরা ৷
-
Congress MP K Suresh filed his nomination for the post of Speaker of the 18th Lok Sabha
— ANI (@ANI) June 25, 2024
NDA has fielded BJP MP Om Birla for the post of Speaker
(Picture shared by a Congress MP) pic.twitter.com/q5ZbvRVrgR
মোদি-সাক্ষাতে ওম বিড়লা
এনডিএ'র স্পিকার পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার আগে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত সারলেন ওম বিড়লা ৷ দুপুরের মধ্যেই সম্পন্ন হবে স্পিকার পদে মনোনয়ন প্রক্রিয়া ৷
ডেপুটি-স্পিকার ইস্যুতে সুর চড়ালেন অখিলেশ-ও
রাহুল গান্ধির পর ডেপুটি-স্পিকার চেয়ে সুর চড়ালেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব-ও ৷ তিনি জানান, বিরোধীরা চাইছে ডেপুটি-স্পিকার পদ এবং সেটাই হওয়া উচিত বলে মনে করেন অখিলেশ ৷
-
#WATCH | Delhi: SP Chief and MP Akhilesh Yadav says, "Everything will be out soon... The demand of the Opposition was that the Deputy Speaker (of the Lok Sabha) should be of the Opposition... Our party's opinion is also the same..." pic.twitter.com/cqlB0g9xkD
— ANI (@ANI) June 25, 2024
ডেপুটি-স্পিকার চাইল 'ইন্ডিয়া'
স্পিকার পদে কোনও প্রার্থী না-দেওয়া প্রসঙ্গে রাহুল গান্ধি বলেন, "আমরা রাজনাথ সিংকে জানিয়েছি আমরা তাঁদের স্পিকার পদপ্রার্থীকে সমর্থন জানাব, তবে একটাই শর্তে ৷ তা হল প্রথা মেনে বিরোধীদের জন্য ডেপুটি স্পিকার পদটি ছেড়ে দিতে হবে ৷"
শুরু হল অধিবেশনের দ্বিতীয় দিন
শুরু হল অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন ৷ স্পিকার পদে এনডিএ'র প্রার্থী ফের ওম বিড়লার ৷ বিরোধিতা করবে না জানাল ইন্ডিয়া জোট ৷
কাল স্পিকার নির্বাচন
শাসক-বিরোধী পক্ষের নেতাদের শপথ গ্রহণের পর সোমবার মুলতুবি হল লোকসভা ৷ মঙ্গলবার সকাল 11টা থেকে ফের শুরু হবে সংসদের নিম্নকক্ষের অধিবেশন ৷ আগামিকাল লোকসভার দিকে নজর থাকবে গোটা দেশের ৷ তার কারণ স্পিকার নির্বাচন ৷ আগামী পাঁচ বছরের জন্য লোকসভা পরিচালনার ভার কার উপর থাকবে তা জানতে আগ্রহী দেশ ৷
-
Lok Sabha adjourned for the day to meet at 11 am on June 25
— ANI (@ANI) June 24, 2024
262 জন সাংসদের শপথ
অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের প্রথমদিন সাংসদ হিসেবে শপথ নিলেন 262 জন ৷ দ্বিতীয়দিন শপথ নেবেন বাকিরা ৷
কেন্দ্রের বাংলা বঞ্চনা বন্ধ হোক, বললেন কীর্তি আজাদ
বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা, তা এবার শেষ হওয়ার সময় এসেছে ৷ অধিবেশনে যোগ দেওয়ার আগে জানালেন তৃণমূলের নবনির্বাচিত সাংসদ কীর্তি আজাদ ৷
-
#WATCH | Delhi: TMC MP Kirti Azad says, "We have a lot of priorities. The injustice that has been done to West Bengal should end. We should get our right. We should get our share of funds, worth Rs. 1,64,000 crores that the central government has not given us after 2021." pic.twitter.com/dsLXZAyyD0
— ANI (@ANI) June 24, 2024
মোদিকে তোপ খাড়গের
ইমার্জেন্সি ঘোষণা না-করেই ইমার্জেন্সির মতো কাজ করে চলেছেন ৷ সংসদ চত্বরে নরেন্দ্র মোদিকে এই ভাষায় তোপ দাগলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷
-
#WATCH | Delhi: Congress national president Mallikarjun Kharge says, "...Modi Ji tried to break the Constitution, that's why today leaders of all parties have come together and are protesting. There was a Gandhi statue here...they are breaking all democratic norms, that's why… pic.twitter.com/Ti71OvSgLJ
— ANI (@ANI) June 24, 2024
একে একে শপথ মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের
মোদি-রাজনাথ-শাহদের পর একে একে সাংসদ হিসেবে শপথ নিলেন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা ৷ শপথ নিলেন এইচ ডি কুমারস্বামী, জিতনরাম মাঝি, পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধানরা ৷
প্রোটেম স্পিকার নির্বাচন নিয়ে বিক্ষোভ সংসদ চত্বরে
প্রোটেম স্পিকার নির্বাচন প্রক্রিয়া নিয়ে সরব তৃণমূল ৷ ভর্তৃহরি মহতাবের নির্বাচন হয়েছে সংবিধানকে উপেক্ষা করে ৷ সংসদ চত্বরে বিক্ষোভে অংশ নিয়ে জানালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ সাংসদ সৌগত রায় বলেন, বিজেপি'র সংবিধানকে ধ্বংস করার যে প্রয়াস, আমরা তার বিরোধিতা করছি ৷
সাংসদ হিসেবে শপথ রাজনাথ-শাহর
নরেন্দ্র মোদির পর সাংসদ হিসেবে শপথ বাক্য পাঠ করলেন মন্ত্রিসভার সদস্য রাজনাথ সিং, অমিত শাহ, শিবরাজ সিং চৌহান, মনোহরলাল খট্টর ৷
সংসদের বাইরে এখনও চলছে বিক্ষোভ
সংসদের বাইরে ইন্ডিয়া জোটের বিক্ষোভে সামিল কংগ্রেসের সনিয়া গান্ধি, রাহুল গান্ধিরা ৷ সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, মালা রায়, কাকলি ঘোষ দস্তিদারও
-
#WATCH | Delhi: INDIA bloc leaders including Congress Parliamentary Party Chairperson Sonia Gandhi and Congress leader Rahul Gandhi, protest in Parliament premises pic.twitter.com/QoFKaoavR0
— ANI (@ANI) June 24, 2024
শপথ নিলেন মোদি
শুরু হল অষ্টাদশ লোকসভার অধিবেশন ৷ শুরুতেই সাংসদ হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি ৷
বিক্ষোভে 'ইন্ডিয়া' জোট
অধিবেশন শুরুর প্রাক্কালে সংসদের গান্ধি মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন ৷ সংবিধান হাতে বিক্ষোভে 'ইন্ডিয়া' জোটের সাংসদরা ৷
-
#WATCH | INDIA bloc leaders holding copy of Constitution protest in front of the Gandhi statue in Parliament, Delhi pic.twitter.com/qPCpdmW701
— ANI (@ANI) June 24, 2024
অধিবেশন শুরুর আগে বক্তব্য রাখছেন মোদি
গণতন্ত্রের জন্য আজকের দিনটি গৌরবের ৷ অধিবেশন শুরুর আগে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
রওনা হলেন খাড়গে
সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে রওনা হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ সংসদে পৌঁছলেন রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ ৷
শপথ নিলেন প্রোটেম স্পিকার
সংসদের অধিবেশন শুরুর আগে লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে রাষ্ট্রপতি ভবনে শপথ নিলেন বিজেপি'র ভর্তৃহরি মহতাব ৷ তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷
শুরু হল অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন ৷ বেলা 11টায় অধিবেশন শুরু হতেই তরজা শুরু হয় স্পিকার পদে নির্বাচন নিয়ে ৷ রীতি মেনে ডেপুটি স্পিকার পদ চেয়ে না-পাওয়ায় বেলা 12টা নাগাদ স্পিকার পদপ্রার্থী হিসেবে বিরোধী জোটের তরফে মনোনয়ন জমা দেন কংগ্রেস সাংসদ কে সুরেশ ৷ এনডিও জোটের তরফে মনোনয়ন দিয়েছেন ওম বিড়লা ৷ যা নিয়ে তরজা চলছে ৷ বেলা 2টো 15 পর্যন্ত মুলতুবি করা হয়েছে সংসদের নিম্নকক্ষের অধিবেশন ৷
LIVE FEED
সংসদে আজকের মতো মুলতুবি
- মুলতুবি হল সংসদ ৷ বুধবার সকাল 11টা থেকে অধিবেশন শুরু হবে ৷ এদিন লোকসভার অধ্যক্ষ নির্বাচন হবে ৷
হুইপ জারি করল কংগ্রেস
হুইপ জারি করল কংগ্রেস ৷ আগামিকাল, 26 জুন সংসদে লোকসভা অধ্যক্ষ নির্বাচন হবে ৷ তাতে সব কংগ্রেস সাংসদকে উপস্থিত থাকার জন্য হুইপ জারি করেছে কংগ্রেস ৷
-
Congress issues a three-line whip to its party MPs in Lok Sabha to remain present in the House tomorrow, 26th June pic.twitter.com/x9fGMAoOuJ
— ANI (@ANI) June 25, 2024
শপথ নিলেন বাংলার মহুয়া-ইরফান-জুন-রচনা-অভিষেক
- পশ্চিমবঙ্গের অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ইরফান পাঠান, মহুয়া মৈত্র, সৌমেন্দু অধিকারী ৷ ঘাটালের সাংসদ দেব অনুপস্থিত ছিলেন ৷
শপথ বাক্য পাঠ করে 'জয় প্যালেস্তাইন' বললেন ওয়াইসি
- শপথ বাক্য পাঠ করে শেষে 'জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় প্যালেস্তাইন' বললেন এআইএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "অন্য সবাই অনেক কিছু বলছেন ৷ আমি বলেছি 'জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় প্যালেস্তাইন' বলেছি ৷ কী ভুল বলেছি ? সংবিধানে কিছু বলা আছে ?"
সংবিধান হাতে শপথ রাহুলের
- লাল রঙের সংবিধান হাতে সাংসদ হিসেবে শপথ নিলেন রাহুল গান্ধি ৷ এবারের নির্বাচনে তিনি কেরলের ওয়েনাড় এবং উত্তরপ্রদেশের রায়বরেলি থেকে প্রার্থী হয়েছিলেন ৷ দু'টি কেন্দ্র থেকেই বিপুল ভোটে জয়ী হন ৷ গতকাল তিনি ওয়েনাড়ের সাংসদ পদে ইস্তফা দেন ৷ দক্ষিণের এই কেন্দ্রটি থেকে প্রার্থী হবেন তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷
কে সুরেশ অধ্যক্ষ পদপ্রার্থী, জানেই না তৃণমূল
- বিরোধী 'ইন্ডিয়া' শিবির কংগ্রেস সাংসদ কে সুরেশকে লোকসভার অধ্যক্ষ প্রার্থী করেছে ৷ এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, "এ নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি ৷ কোনও আলোচনাও হয়নি ৷ দুর্ভাগ্যবশত, এটি একক সিদ্ধান্ত ৷"
-
#WATCH | On K. Suresh's candidature for Lok Sabha Speaker, TMC MP Abhishek Banerjee says, "...We were not contacted about this, there was no discussion. Unfortunately, this is a unilateral decision." pic.twitter.com/UpzcbdE5gS
— ANI (@ANI) June 25, 2024
2টো 15 পর্যন্ত মুলতুবি অধিবেশন
বেলা 2টো 15 মিনিট পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হল লোকসভার অধিবেশন ৷ মুলতুবির পর অধিবেশন শুরু হলে শপথ গ্রহণ করবেন বাকি সাংসদরা ৷ স্পিকার নির্বাচন নিয়ে তরজা চলছেই ৷
স্পিকার পদে মনোনয়ন নিয়ে মুখ খুললেন কে সুরেশ
স্পিকার পদে তাঁর মনোনয়ন পেশ ঘিরে উত্তাল অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন ৷ এ ব্য়াপারে কে সুরেশ নিজে বলেন, "এটা সম্পূর্ণই আমার দলের সিদ্ধান্ত, আমার নয় ৷ শাসক শিবির থেকে স্পিকার এবং বিরোধী শিবির থেকে ডেপুটি-স্পিকার, এটা লোকসভার রীতি ৷ কিন্তউ ওরা আমাদের সেই পদ দিতে রাজি ছিল না ৷ আমরা বেলা 11টা 50 মিনিট পর্যন্ত অপেক্ষা করেছি কিন্তু কোনও সাড়া মেলেনি ৷"
-
#WATCH | On his nomination for the post of Lok Sabha Speaker, Congress MP K Suresh says, "I have filed my nomination. It is the party's decision, not mine. There is a convention in Lok Sabha that the Speaker will be from the ruling party and the Deputy Speaker will be from the… pic.twitter.com/hau8cFh43w
— ANI (@ANI) June 25, 2024
কে সুরেশের মনোনয়নে ক্ষুব্ধ এনডিএ
বিরোধীদের স্পিকার পদপ্রার্থী হিসেবে কে সুরেশ মনোনয়ন জমা দেওয়ায় ক্ষুব্ধ এনডিএ ৷ কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান বলেন, "এটা কোনও রাজনৈতিক দলের নির্বাচন নয় ৷ এটা পুরো ভবনের নির্বাচন ৷ স্বাধীনতার পর স্পিকার পদে নির্বাচন হয়েছে বলে আমার মনে পড়ে না ৷ বিরোধীরা যা করছে সেটা সঠিক নয় ৷ নির্বাচন হলেও ওম বিড়লা-ই জিতবেন ৷"
-
#WATCH | Union Minister Chirag Paswan says "This is not the elections for any party. The election of the Speaker is for the House. I do not remember if there was any election for the post of Speaker after independence. The way the Opposition has come up with conditions that they… pic.twitter.com/j9fajJ38Ud
— ANI (@ANI) June 25, 2024
স্পিকার পদ নিয়ে ঐক্যমতে পৌঁছতে ব্যর্থ শাসক-বিরোধীরা
এনডিএ'র ওম বিড়লার পাশাপাশি বিরোধী জোটের তরফে স্পিকার পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করলেন কংগ্রেস সাংসদ কে সুরেশ ৷ স্পিকার পদ নিয়ে ঐক্যমতে পৌঁছতে ব্যর্থ শাসক-বিরোধীরা ৷
-
Congress MP K Suresh filed his nomination for the post of Speaker of the 18th Lok Sabha
— ANI (@ANI) June 25, 2024
NDA has fielded BJP MP Om Birla for the post of Speaker
(Picture shared by a Congress MP) pic.twitter.com/q5ZbvRVrgR
মোদি-সাক্ষাতে ওম বিড়লা
এনডিএ'র স্পিকার পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার আগে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত সারলেন ওম বিড়লা ৷ দুপুরের মধ্যেই সম্পন্ন হবে স্পিকার পদে মনোনয়ন প্রক্রিয়া ৷
ডেপুটি-স্পিকার ইস্যুতে সুর চড়ালেন অখিলেশ-ও
রাহুল গান্ধির পর ডেপুটি-স্পিকার চেয়ে সুর চড়ালেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব-ও ৷ তিনি জানান, বিরোধীরা চাইছে ডেপুটি-স্পিকার পদ এবং সেটাই হওয়া উচিত বলে মনে করেন অখিলেশ ৷
-
#WATCH | Delhi: SP Chief and MP Akhilesh Yadav says, "Everything will be out soon... The demand of the Opposition was that the Deputy Speaker (of the Lok Sabha) should be of the Opposition... Our party's opinion is also the same..." pic.twitter.com/cqlB0g9xkD
— ANI (@ANI) June 25, 2024
ডেপুটি-স্পিকার চাইল 'ইন্ডিয়া'
স্পিকার পদে কোনও প্রার্থী না-দেওয়া প্রসঙ্গে রাহুল গান্ধি বলেন, "আমরা রাজনাথ সিংকে জানিয়েছি আমরা তাঁদের স্পিকার পদপ্রার্থীকে সমর্থন জানাব, তবে একটাই শর্তে ৷ তা হল প্রথা মেনে বিরোধীদের জন্য ডেপুটি স্পিকার পদটি ছেড়ে দিতে হবে ৷"
শুরু হল অধিবেশনের দ্বিতীয় দিন
শুরু হল অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন ৷ স্পিকার পদে এনডিএ'র প্রার্থী ফের ওম বিড়লার ৷ বিরোধিতা করবে না জানাল ইন্ডিয়া জোট ৷
কাল স্পিকার নির্বাচন
শাসক-বিরোধী পক্ষের নেতাদের শপথ গ্রহণের পর সোমবার মুলতুবি হল লোকসভা ৷ মঙ্গলবার সকাল 11টা থেকে ফের শুরু হবে সংসদের নিম্নকক্ষের অধিবেশন ৷ আগামিকাল লোকসভার দিকে নজর থাকবে গোটা দেশের ৷ তার কারণ স্পিকার নির্বাচন ৷ আগামী পাঁচ বছরের জন্য লোকসভা পরিচালনার ভার কার উপর থাকবে তা জানতে আগ্রহী দেশ ৷
-
Lok Sabha adjourned for the day to meet at 11 am on June 25
— ANI (@ANI) June 24, 2024
262 জন সাংসদের শপথ
অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের প্রথমদিন সাংসদ হিসেবে শপথ নিলেন 262 জন ৷ দ্বিতীয়দিন শপথ নেবেন বাকিরা ৷
কেন্দ্রের বাংলা বঞ্চনা বন্ধ হোক, বললেন কীর্তি আজাদ
বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা, তা এবার শেষ হওয়ার সময় এসেছে ৷ অধিবেশনে যোগ দেওয়ার আগে জানালেন তৃণমূলের নবনির্বাচিত সাংসদ কীর্তি আজাদ ৷
-
#WATCH | Delhi: TMC MP Kirti Azad says, "We have a lot of priorities. The injustice that has been done to West Bengal should end. We should get our right. We should get our share of funds, worth Rs. 1,64,000 crores that the central government has not given us after 2021." pic.twitter.com/dsLXZAyyD0
— ANI (@ANI) June 24, 2024
মোদিকে তোপ খাড়গের
ইমার্জেন্সি ঘোষণা না-করেই ইমার্জেন্সির মতো কাজ করে চলেছেন ৷ সংসদ চত্বরে নরেন্দ্র মোদিকে এই ভাষায় তোপ দাগলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷
-
#WATCH | Delhi: Congress national president Mallikarjun Kharge says, "...Modi Ji tried to break the Constitution, that's why today leaders of all parties have come together and are protesting. There was a Gandhi statue here...they are breaking all democratic norms, that's why… pic.twitter.com/Ti71OvSgLJ
— ANI (@ANI) June 24, 2024
একে একে শপথ মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের
মোদি-রাজনাথ-শাহদের পর একে একে সাংসদ হিসেবে শপথ নিলেন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা ৷ শপথ নিলেন এইচ ডি কুমারস্বামী, জিতনরাম মাঝি, পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধানরা ৷
প্রোটেম স্পিকার নির্বাচন নিয়ে বিক্ষোভ সংসদ চত্বরে
প্রোটেম স্পিকার নির্বাচন প্রক্রিয়া নিয়ে সরব তৃণমূল ৷ ভর্তৃহরি মহতাবের নির্বাচন হয়েছে সংবিধানকে উপেক্ষা করে ৷ সংসদ চত্বরে বিক্ষোভে অংশ নিয়ে জানালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ সাংসদ সৌগত রায় বলেন, বিজেপি'র সংবিধানকে ধ্বংস করার যে প্রয়াস, আমরা তার বিরোধিতা করছি ৷
সাংসদ হিসেবে শপথ রাজনাথ-শাহর
নরেন্দ্র মোদির পর সাংসদ হিসেবে শপথ বাক্য পাঠ করলেন মন্ত্রিসভার সদস্য রাজনাথ সিং, অমিত শাহ, শিবরাজ সিং চৌহান, মনোহরলাল খট্টর ৷
সংসদের বাইরে এখনও চলছে বিক্ষোভ
সংসদের বাইরে ইন্ডিয়া জোটের বিক্ষোভে সামিল কংগ্রেসের সনিয়া গান্ধি, রাহুল গান্ধিরা ৷ সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, মালা রায়, কাকলি ঘোষ দস্তিদারও
-
#WATCH | Delhi: INDIA bloc leaders including Congress Parliamentary Party Chairperson Sonia Gandhi and Congress leader Rahul Gandhi, protest in Parliament premises pic.twitter.com/QoFKaoavR0
— ANI (@ANI) June 24, 2024
শপথ নিলেন মোদি
শুরু হল অষ্টাদশ লোকসভার অধিবেশন ৷ শুরুতেই সাংসদ হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি ৷
বিক্ষোভে 'ইন্ডিয়া' জোট
অধিবেশন শুরুর প্রাক্কালে সংসদের গান্ধি মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন ৷ সংবিধান হাতে বিক্ষোভে 'ইন্ডিয়া' জোটের সাংসদরা ৷
-
#WATCH | INDIA bloc leaders holding copy of Constitution protest in front of the Gandhi statue in Parliament, Delhi pic.twitter.com/qPCpdmW701
— ANI (@ANI) June 24, 2024
অধিবেশন শুরুর আগে বক্তব্য রাখছেন মোদি
গণতন্ত্রের জন্য আজকের দিনটি গৌরবের ৷ অধিবেশন শুরুর আগে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
রওনা হলেন খাড়গে
সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে রওনা হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ সংসদে পৌঁছলেন রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ ৷
শপথ নিলেন প্রোটেম স্পিকার
সংসদের অধিবেশন শুরুর আগে লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে রাষ্ট্রপতি ভবনে শপথ নিলেন বিজেপি'র ভর্তৃহরি মহতাব ৷ তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷