কোটা, 8 মার্চ: শিব মিছিলে গিয়ে তড়িদাহত 18 শিশু ৷ দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটা শহরের কুনহাদি থানা এলাকার সাকতপুরায় ৷ আহত সবাইকে চিকিৎসার জন্য এমবিএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সাংসদ তথা লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং রাজ্যের এক মন্ত্রী হীরালাল নগর আহত শিশুদের সঙ্গে দেখা করতে যান হাসপাতালে ৷ শিশুদের যাতে যথাযথ চিকিৎসা হয় সেই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশও দিয়েছেন তিনি। ঘটনার কথা জানতে পেরে আইজি রবি দত্ত গৌর, জেলা কালেক্টর ডাঃ রবীন্দ্র গোস্বামী এবং এসপি ডাঃ অমৃত দুহান-সহ প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে প্রসাশনের তরফে জানানো হয়েছে ৷ শিশুদের সঙ্গে দেখা করার পর লোকসভার অধ্যক্ষ বলেন, "শিশুদের যথাযথ চিকিৎসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কোনও শিশুর অবস্থা গুরুতর হলে, তার বিশেষ যত্ন নিতে বলা হয়েছে চিকিৎসকদের।"
কুনহাদি থানার এএসআই রইস আহমেদের মতে, থার্মাল পাওয়ার প্ল্যান্টের কাছে কালি বস্তি এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ এলাকারা স্থানীয় বাসিন্দারা শিবরাত্রি উপলক্ষ্যে একটি মিছিল বের করে ৷ সেখানে যোগ দেয় এলাকার কমবয়সি ছেলে-মেয়েরাও ৷ তাদের হাতে ছিল পতাকা ৷ হাওয়ায় সেই পতাকা ছুয়ে যায় ইলেকট্রিকের টেনশন লাইন ৷ তারপরেই একটি শিশু থেকে বাকি শিশুরাও তড়িদাহত হয় ৷
এই ঘটনায় আচমকাই সকলে হতভম্ব হয়ে যান ৷ শিশুদের রাস্তায় লুটিয়ে পড়তে দেখে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে ৷ এএসআই রইস আহমেদ জানান, এ পর্যন্ত 18 জন আহত শিশুর নাম প্রকাশ করা হয়েছে। এর মধ্যে 13 বছরের এক বালক গুরুতর আহত বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷
আরও পড়ুন
1. গণধর্ষণের পর আত্মঘাতী 2 মেয়ে, সাতদিনের মধ্যে গলায় ফাঁস বাবার
2. দিল্লির হাসপাতালে সফল অস্ত্রোপচার, বৃদ্ধার দু'হাত জুড়ল ব্যক্তির শরীরে
3. ক্যাফেতে বিস্ফোরণ, সন্দেহভাজনকে ধরিয়ে দিতে পারলেই 10 লাখ; বড় ঘোষণা এনআইএ’র