নয়াদিল্লি, 14 ডিসেম্বর: দক্ষিণ দিল্লির বসন্ত বিহার এলাকায় একটি স্কুলে বোমার হুমকি ইমেল পাঠানোর ঘটনায় 12 বছর বয়সি এক ছাত্রকে আটক করা হয়েছে । শনিবার পুলিশ সূত্র জানা গিয়েছে, আটক পড়ুয়া নিজের স্কুলেই বোমার হুমকি দিয়ে ইমেল পাঠিয়েছিল ৷
শুক্রবার ইমেল-এ বোমার হুমকি পাওয়া 30টি স্কুলের মধ্যে বসন্ত বিহার এলাকার এই স্কুলটিও ছিল ৷ জানা গিয়েছে, ইমেলে বোমার হুমকি দেওয়ার অল্প সময়ের মধ্যেই অভিযুক্ত পড়ুয়াকে খুঁজে বের করে তাকে আটক করা হয়। সূত্রের খবর, অভিযুক্ত পড়ুয়াকে কাউন্সেলিং দেওয়া হয়, সতর্ক করা হয়েছে তার বাবা-মা-কেও। তারপর তাকে ছেড়ে দেওয়া হয় ৷
পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত পড়ুয়া জানিয়েছে যে, দিল্লির বেশ কয়েকটি স্কুলে বোমার হুমকি পাওয়ার বিষয়ে সংবাদ মাধ্যমে খবর দেখে সে এই ইমেলটি পাঠিয়েছিল। তার বিশ্বাস ছিল যে, সে ধরা পড়বে না ৷ কারণ, আগের ঘটনাগুলিতেও কোনও অভিযুক্ত এখনও ধরা পড়েনি । উল্লেখ্য, গত সোমবার দিল্লির অন্তত 44টি স্কুলে একই ধরনের বোমার হুমকি দিয়ে ইমেল পেয়েছিল।
শনিবারও, দিল্লির একটি স্কুল বোমার হুমকি পেয়েছে ৷ চলতি সপ্তাহে দিল্লিতে স্কুলে হুমকি ইমেল পাঠানোর এটি তৃতীয় ঘটনা। বোমা হামলার হুমকির পর শুক্রবার 30টি স্কুলের চত্বরে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানো হয়। তবে কোনও স্কুলেই সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। দিল্লি পুলিশের স্পেশাল সেল অপরাধমূলক ভীতি সৃষ্টি এবং ষড়যন্ত্রের একটি মামলা নথিভুক্ত করেছে ৷ তবে এখনও পর্যন্ত এই ঘটনাগুলিতে কোনও অপরাধীদের যোগ খুঁজে পায়নি পুলিশ। মে মাসে, 250টিরও বেশি স্কুল, হাসপাতাল এবং অন্যান্য জায়গায় একই ধরনের হুমকি ইমেল পাঠানো হয়েছিল, যেগুলির এখনও সমাধান সূত্র মেলেনি।