ETV Bharat / bharat

2টি রাষ্ট্রপতি পুরস্কার-সহ সাধারণতন্ত্র দিবসে বীরত্ব ও পরিষেবা পদক পাচ্ছেন 1132 জন - সাধারণতন্ত্র দিবস

Medals on Republic Day: সাধারণতন্ত্র দিবসে বীরত্ব ও পরিষেবা পদকের জন্য 1132 জন পুলিশ ও দমকল-সহ অন্যান্য বিভাগ থেকে কর্মীকে নির্বাচন করা হয়েছে ৷ এর মধ্যে প্রয়াত 2 জন বিএসএফ হেড কনস্টেবল মরণোত্তর রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন ৷

Medals on Republic Day
বীরত্ব ও পরিষেবা পদক
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 25, 2024, 1:25 PM IST

নয়াদিল্লি, 25 জানুয়ারি: 75তম সাধারণতন্ত্র দিবসে বীরত্ব ও পরিষেবা পদক পাচ্ছেন পুলিশ, দমকল, হোম গার্ড, সিভিল ডিফেন্স এবং সংশোধনাগারের দায়িত্বে থাকা 1132 জন কর্মী ৷ বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে ৷ মরণোত্তর রাষ্ট্রপতির বীরত্বের পদকে ভূষিত করা হবে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) দুই হেড কনস্টেবলকে ৷ তাঁরা হলেন প্রয়াত সানওয়ালা রাম বিষ্ণোই এবং প্রয়াত শিশু পাল সিং ৷

এই 1 হাজার 132 জন কর্মীদের মধ্যে রাষ্ট্রপতি বীরত্বের পদক দুজন, 275 জন বীরত্বের পদক, 102 জন রাষ্ট্রপতি পদক এবং 753 জন মেধাবী সেবার জন্য পদক দেওয়া হচ্ছে । স্বরাষ্ট্র মন্ত্রক এ দিন এক বিবৃতিতে বলেছে, " 2024 সালের সাধারণতন্ত্র দিবস উপলক্ষে পুলিশ, দমকল, হোম গার্ড এবং সিভিল ডিফেন্স এবং সংশোধনাগার পরিষেবার মোট 1132 জন কর্মীকে বীরত্ব ও পরিষেবা পদক প্রদান করা হচ্ছে ৷"

277টির মধ্যে মাওবাদী প্রভাবিত অঞ্চলের 119 জন কর্মী, জম্মু ও কাশ্মীর অঞ্চলের 133 জন এবং অন্যান্য অঞ্চলের 25 জন কর্মীকে তাঁদের বীরত্বপূর্ণ কাজের জন্য পুরস্কৃত করা হচ্ছে । 277টি বীরত্ব পদকের মধ্যে 275টি পদক পুলিশ কর্মীরা পাচ্ছেন ৷ এর মধ্যে জম্মু ও কাশ্মীর পুলিশের 72 জন, মহারাষ্ট্রের 18 জন কর্মী, ছত্তিশগড় থেকে 26 জন, ঝাড়খণ্ডের 23 জন, ওড়িশার 15 জন, দিল্লির 8 জন, সিআরপিএফের 65 জন কর্মীকে এসএসবি থেকে 21 জন এবং অন্যান্য রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী থেকে অবশিষ্ট কর্মীদের পুরস্কৃত করা হচ্ছে ।

ডিস্টিংগুইশড সার্ভিসের (পিএসএম) জন্য 102টি রাষ্ট্রপতি পদকের মধ্যে 94টি পুলিশ সার্ভিস, চারটি ফায়ার সার্ভিস, চারটি সিভিল গার্ড এবং চারটি হোম গার্ড সার্ভিসকে দেওয়া হচ্ছে । মেধাবী সেবার (এমএসএম) জন্য 753টি পদকের মধ্যে 667টি পুলিশ সার্ভিসে, 32টি ফায়ার সার্ভিসকে, 27টি সিভিল ডিফেন্স ও হোমগার্ড সার্ভিসকে এবং 27টি সংশোধনমূলক পরিষেবাকে প্রদান করা হয়েছে ।

আরও পড়ুন:

  1. এই প্রথম, সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে দিল্লি পুলিশের হয়ে হাঁটবেন শুধুই মহিলা কর্মীরা
  2. সাধারণতন্ত্র দিবসে দিল্লি বিমানবন্দরে উড়ান নিয়ন্ত্রণ, নির্দিষ্ট সময়ে বন্ধ পরিষেবা
  3. সাধারণতন্ত্র দিবস উদযাপনে সম্ভবত ভারতে আসছেন না বাইডেন, এখনই হচ্ছে না কোয়াড সামিটও

নয়াদিল্লি, 25 জানুয়ারি: 75তম সাধারণতন্ত্র দিবসে বীরত্ব ও পরিষেবা পদক পাচ্ছেন পুলিশ, দমকল, হোম গার্ড, সিভিল ডিফেন্স এবং সংশোধনাগারের দায়িত্বে থাকা 1132 জন কর্মী ৷ বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে ৷ মরণোত্তর রাষ্ট্রপতির বীরত্বের পদকে ভূষিত করা হবে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) দুই হেড কনস্টেবলকে ৷ তাঁরা হলেন প্রয়াত সানওয়ালা রাম বিষ্ণোই এবং প্রয়াত শিশু পাল সিং ৷

এই 1 হাজার 132 জন কর্মীদের মধ্যে রাষ্ট্রপতি বীরত্বের পদক দুজন, 275 জন বীরত্বের পদক, 102 জন রাষ্ট্রপতি পদক এবং 753 জন মেধাবী সেবার জন্য পদক দেওয়া হচ্ছে । স্বরাষ্ট্র মন্ত্রক এ দিন এক বিবৃতিতে বলেছে, " 2024 সালের সাধারণতন্ত্র দিবস উপলক্ষে পুলিশ, দমকল, হোম গার্ড এবং সিভিল ডিফেন্স এবং সংশোধনাগার পরিষেবার মোট 1132 জন কর্মীকে বীরত্ব ও পরিষেবা পদক প্রদান করা হচ্ছে ৷"

277টির মধ্যে মাওবাদী প্রভাবিত অঞ্চলের 119 জন কর্মী, জম্মু ও কাশ্মীর অঞ্চলের 133 জন এবং অন্যান্য অঞ্চলের 25 জন কর্মীকে তাঁদের বীরত্বপূর্ণ কাজের জন্য পুরস্কৃত করা হচ্ছে । 277টি বীরত্ব পদকের মধ্যে 275টি পদক পুলিশ কর্মীরা পাচ্ছেন ৷ এর মধ্যে জম্মু ও কাশ্মীর পুলিশের 72 জন, মহারাষ্ট্রের 18 জন কর্মী, ছত্তিশগড় থেকে 26 জন, ঝাড়খণ্ডের 23 জন, ওড়িশার 15 জন, দিল্লির 8 জন, সিআরপিএফের 65 জন কর্মীকে এসএসবি থেকে 21 জন এবং অন্যান্য রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী থেকে অবশিষ্ট কর্মীদের পুরস্কৃত করা হচ্ছে ।

ডিস্টিংগুইশড সার্ভিসের (পিএসএম) জন্য 102টি রাষ্ট্রপতি পদকের মধ্যে 94টি পুলিশ সার্ভিস, চারটি ফায়ার সার্ভিস, চারটি সিভিল গার্ড এবং চারটি হোম গার্ড সার্ভিসকে দেওয়া হচ্ছে । মেধাবী সেবার (এমএসএম) জন্য 753টি পদকের মধ্যে 667টি পুলিশ সার্ভিসে, 32টি ফায়ার সার্ভিসকে, 27টি সিভিল ডিফেন্স ও হোমগার্ড সার্ভিসকে এবং 27টি সংশোধনমূলক পরিষেবাকে প্রদান করা হয়েছে ।

আরও পড়ুন:

  1. এই প্রথম, সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে দিল্লি পুলিশের হয়ে হাঁটবেন শুধুই মহিলা কর্মীরা
  2. সাধারণতন্ত্র দিবসে দিল্লি বিমানবন্দরে উড়ান নিয়ন্ত্রণ, নির্দিষ্ট সময়ে বন্ধ পরিষেবা
  3. সাধারণতন্ত্র দিবস উদযাপনে সম্ভবত ভারতে আসছেন না বাইডেন, এখনই হচ্ছে না কোয়াড সামিটও
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.