ETV Bharat / bharat

বিলকিস মামলায় 'সুপ্রিম মোড়', গোধরা জেলে 11 দোষীর আত্মসমর্পণ - গোধরা জেলে আত্মসমর্পণ

Bilkis Bano Case: বিলকিস-গণধর্ষণ মামলায় বড়সড় মোড় ৷ গোধরার উপ-সংশোধনাগারে আত্মসমর্পণ করল 11 জন দোষী ৷ রবিবার গভীর রাতের ঘটনা।

Etv Bharat
বিলকিস বানো
author img

By ANI

Published : Jan 22, 2024, 8:03 AM IST

Updated : Jan 22, 2024, 9:00 AM IST

গোধরা , 22 জানুয়ারি: সুপ্রিম কোর্টের চাপে ডেটলাইন মেনে আত্মসমর্পণ করল 11 দোষী ৷ বিলকিস বানো গণধর্ষণ মামলায় গুজরাতে পঞ্চমহল জেলার গোধরা উপ-সংশোধনাগারে রবিবার রাতেই দোষীরা আত্মসমপর্ণ করেছে ৷ অপরাধ দমন শাখার ইন্সপেক্টর এনএল দেশাই জানিয়েছেন, রবিবার মধ্যরাতেই 11 জন দোষী জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছে ৷

বিলকিস মামলায় 8 জানুয়ারি সুপ্রিম কোর্টে 11 দোষীকে 2 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয় । পরবর্তীতে, তিন দোষী আত্মসমর্পণের সময়সীমা বাড়ানোর আবেদন জানায়, যা খারিজ করে শীর্ষ আদালত । সুপ্রিম কোর্টে ডেটলাইনকে সামনে রেখেই গতরাতে আত্মসমর্পণ করল 11 দোষী। 2002 সালের গোধরা দাঙ্গার সময় বিলকিস বানোকে গণধর্ষণ এবং তার পরিবারের সদস্যদের হত্যা মামলায় গুজরাত সরকার দোষীদের ক্ষমা করে দেয় ।

তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল ৷ কিন্তু 14 বছরের সাজা ভোগ করার পর 2022 সালের 15 অগস্ট দোষীদের মুক্ত করা হয় ৷ এরপর 8 জানুয়ারি, সুপ্রিম কোর্ট গুজরাত সরকারের দেওয়া 11 দোষীকে মুক্তির আদেশ বাতিল করে দেয় ৷ প্রজাতন্ত্র দিবসের আগেই দোষীরা সুপ্রিম-চাপে আত্মসমর্পণ করল ।

11 জন দোষীর এই দ্রুত মুক্তিকে চ্যালেঞ্জ করে বিলকিস বানো এবং অন্যদের দায়ের করা একটি পিটিশনে শীর্ষ আদালত এই রায় দেয় ৷ এর আগে, গুজরাত সরকার তাদের হলফনামায় দোষীদের মঞ্জুর করার পক্ষে বলেছিল যে তারা কারাগারে 14 বছরের সাজা সম্পূর্ণ করেছে ৷ সেখানে তাদের আচরণ ভালো বলে প্রমাণিত হয়েছে ।

2022-এর মার্চে গোধরা-পরবর্তী দাঙ্গার সময় বিলকিস বানোকে গণধর্ষণ করা হয়েছিল ৷ ভাদোদরায় দাঙ্গাবাজরা যখন তাঁর পরিবারকে আক্রমণ করেছিল তখন বিলকিস পাঁচ মাসের গর্ভবতী ছিলেন ।

আরও পড়ুন :

  1. দোষীদের ফাঁসি অথবা আজীবন কারাবাস হওয়া উচিত, মত বিলকিস মামলার একমাত্র প্রত্যক্ষদর্শীর
  2. বিলকিস বানো গণধর্ষণ মামলায় দোষীদের মুক্তি কেন ? প্রশ্ন সুপ্রিম কোর্টের
  3. বিলকিস মামলায় দোষীদের আত্মসমপর্ণের বাড়তি সময় দিল না সুপ্রিম কোর্ট

গোধরা , 22 জানুয়ারি: সুপ্রিম কোর্টের চাপে ডেটলাইন মেনে আত্মসমর্পণ করল 11 দোষী ৷ বিলকিস বানো গণধর্ষণ মামলায় গুজরাতে পঞ্চমহল জেলার গোধরা উপ-সংশোধনাগারে রবিবার রাতেই দোষীরা আত্মসমপর্ণ করেছে ৷ অপরাধ দমন শাখার ইন্সপেক্টর এনএল দেশাই জানিয়েছেন, রবিবার মধ্যরাতেই 11 জন দোষী জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছে ৷

বিলকিস মামলায় 8 জানুয়ারি সুপ্রিম কোর্টে 11 দোষীকে 2 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয় । পরবর্তীতে, তিন দোষী আত্মসমর্পণের সময়সীমা বাড়ানোর আবেদন জানায়, যা খারিজ করে শীর্ষ আদালত । সুপ্রিম কোর্টে ডেটলাইনকে সামনে রেখেই গতরাতে আত্মসমর্পণ করল 11 দোষী। 2002 সালের গোধরা দাঙ্গার সময় বিলকিস বানোকে গণধর্ষণ এবং তার পরিবারের সদস্যদের হত্যা মামলায় গুজরাত সরকার দোষীদের ক্ষমা করে দেয় ।

তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল ৷ কিন্তু 14 বছরের সাজা ভোগ করার পর 2022 সালের 15 অগস্ট দোষীদের মুক্ত করা হয় ৷ এরপর 8 জানুয়ারি, সুপ্রিম কোর্ট গুজরাত সরকারের দেওয়া 11 দোষীকে মুক্তির আদেশ বাতিল করে দেয় ৷ প্রজাতন্ত্র দিবসের আগেই দোষীরা সুপ্রিম-চাপে আত্মসমর্পণ করল ।

11 জন দোষীর এই দ্রুত মুক্তিকে চ্যালেঞ্জ করে বিলকিস বানো এবং অন্যদের দায়ের করা একটি পিটিশনে শীর্ষ আদালত এই রায় দেয় ৷ এর আগে, গুজরাত সরকার তাদের হলফনামায় দোষীদের মঞ্জুর করার পক্ষে বলেছিল যে তারা কারাগারে 14 বছরের সাজা সম্পূর্ণ করেছে ৷ সেখানে তাদের আচরণ ভালো বলে প্রমাণিত হয়েছে ।

2022-এর মার্চে গোধরা-পরবর্তী দাঙ্গার সময় বিলকিস বানোকে গণধর্ষণ করা হয়েছিল ৷ ভাদোদরায় দাঙ্গাবাজরা যখন তাঁর পরিবারকে আক্রমণ করেছিল তখন বিলকিস পাঁচ মাসের গর্ভবতী ছিলেন ।

আরও পড়ুন :

  1. দোষীদের ফাঁসি অথবা আজীবন কারাবাস হওয়া উচিত, মত বিলকিস মামলার একমাত্র প্রত্যক্ষদর্শীর
  2. বিলকিস বানো গণধর্ষণ মামলায় দোষীদের মুক্তি কেন ? প্রশ্ন সুপ্রিম কোর্টের
  3. বিলকিস মামলায় দোষীদের আত্মসমপর্ণের বাড়তি সময় দিল না সুপ্রিম কোর্ট
Last Updated : Jan 22, 2024, 9:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.