মন্দির উদ্বোধনের আগে হাতে 'রাম' নামে মেহেন্দি বৈশাখীর - রাম মন্দির উদ্বোধন

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2024, 10:21 PM IST

Ram Mandir: মাঝে আর মাত্র একটা দিন ৷ তারপরেই 22 জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা ৷ বিশেষ এই দিনটিকে আরও বিশেষ করতে তুলতে হাতে মেহেন্দির রঙে হাত রাঙালেন প্রাক্তন বিধায়ক বৈশালী ডালমিয়া ৷ বেহালায় নিজের বাড়িতে ছোট মঞ্চ তৈরি করানো হয় এই উপলক্ষ্যে ৷ সেখানে উপস্থিত ছিলেন প্রায় 20 জন রাম ভক্ত মহিলা ৷ তিনি জানিয়েছেন, যেকোনও শুভ কাজের আগে মেহেন্দি ব্যবহার করা হয়। আর সেই কারণে রাম মন্দির উদ্বোধনের আগে মহিলারা নিজেদের হাতে মেহেন্দি করাচ্ছেন। কারও হাতে রাম মন্দির করা হচ্ছে আবার কারও হাতে রামের পতাকা হচ্ছে মেহেন্দির মাধ্যমে। আবার কেউ কেউ হাতে অযোধ্যার রাম মন্দিরের অনুকরণে রামলালার ছবি ও মন্দিরের বিভিন্ন কারুকার্য হাতে ফুটিয়ে তুলেছেন ৷ ইতিমধ্যেই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগে বিভিন্ন রাজ্য থেকে রাম মন্দিরে পুজোর লাড্ডু থেকে ফুল, ঘণ্টা, মিষ্টি, পুজোর উপকরণ পাঠানো হচ্ছে ৷ তবে প্রাক্তন বিধায়ক অযোধ্যা থেকে ঘুরে এসে অন্যরকমভাবে ভগবান শ্রীরামের প্রতি নিজের ভক্তি প্রদর্শন করেছেন ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.