Namkhana Woman Death : টানা বৃষ্টিতে মাটির বাড়ির দেওয়াল ধসে মৃত্যু মহিলার - নামখানা
🎬 Watch Now: Feature Video
টানা বৃষ্টিতে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার ৷ মৃতার নাম বিজলি সাঁতরা ৷ বয়স 55 বছর ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের রাজনগর দাসপাড়া গ্রামে ৷ তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, নিম্নচাপের জেরে টানা দু’দিন অবিরাম বৃষ্টি হচ্ছিল ৷ তার ফলেই মাটির তৈরি বাড়ির দেওয়াল নরম হয়ে ধসে যায় ৷ তার নীচে চাপা পড়ে মৃত্যু হয় বিজলির ৷ ঘটনার সময় তিনি একাই বাড়িতে ছিলেন ৷