Covid-19 Awarness : দরজায় দরজায় ঘুরে করোনা নিয়ে মানুষকে সচেতন করলেন মন্ত্রী - কোভিড-19
🎬 Watch Now: Feature Video
‘‘করোনা নিয়ে সচেতন (Covid-19 Awarness) হোন ৷ মাস্ক ব্যবহার করুন ৷ করোনার কারণে আমি আমার বোন, ভগ্নীপতিকে হারিয়েছি ৷ সেই করুণ ঘটনার সাক্ষী আমি নিজে ৷ তাই আপনাদের কাছে আমার আবেদন, দয়া করে মাস্ক পরুন ৷’’ দরজায় দরজায় ঘুরে এভাবেই করোনা নিয়ে আমজনতাকে সতর্ক (Door to Door Covid Awarness) করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ (Swapan Debnath) ৷ সোমবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে দেখা গেল এই ছবি ৷ পিকনিকের হুল্লোড়ে মাতোয়ারা মানুষকেও মাস্ক বিলি করলেন মন্ত্রী ৷