Wedding between Snowfall : পুরু বরফে ঢেকেছে রাস্তা, তারমধ্যেই বিয়ে করতে চললেন পাত্র - ঐতিহ্য বহন করাও অনেকসময় বড় চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়ায়
🎬 Watch Now: Feature Video
ঐতিহ্য বহন করাও অনেকসময় বড় চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়ায় । এমনই ঘটনার সাক্ষী থাকল হিমাচল প্রদেশের চাম্বা ৷ গত কয়েকদিনে তুষারপাতে ঢেকেছে হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গা ৷ চাম্বাতেও লাগাতার তুষারপাতের ফলে প্রায় চার ফুট বরফের আস্তরণ পড়েছে (Snowfall in Chamba) ৷ তারমধ্যেই বিয়ে করতে ছয় কিলোমিটার পথ পাড়ি দিল পাত্র ৷