উইপোকারা জ্বালাতন করলেও আমরা অদম্য : বৈশালী - স্পষ্টকথায় অকপট বৈশালি ডালমিয়া
🎬 Watch Now: Feature Video
‘‘পার্টি থেকে সবাইকে সুযোগ দেওয়া হয়েছে ৷ কিন্তু, কিছু কিছু মানুষ আছেন যারা টাকার লোভী, পদের লোভী ৷ ওঁরা দলের নির্দেশ মানেন না ৷ কোনও প্রোটোকল মানেন না ৷ সেইসব মানুষকে আমি বলেছিলাম উইপোকার মতো দলকে নষ্ট করছেন ৷ তবে তাঁরা জ্বালাতন করলেও আমরা অদম্য ৷ কাজ করতে এসেছি, কাজ করবই ৷’’ ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বৈশালী ডালমিয়া ।
Last Updated : Jan 6, 2021, 9:39 PM IST