Water Logging in Karnataka কর্নাটকে বৃষ্টির জলে ভেসে যাচ্ছেন বাইকযাত্রী, দেখুন ভিডিয়ো - জলের তোড়ে ভেসে যাচ্ছে একটি বাইক আরোহী
🎬 Watch Now: Feature Video
কর্নাটকের তুমকুর জেলার মধুগিরি তালুকে (Madhugiri Taluk of Tumkur District) প্রবল বৃষ্টিতে ড্রেনের জল উপচে পড়েছে (Water Logging)। পাশাপাশি এদিন সকালে ওই এলাকার চন্দ্রগিরি গ্রামের কাছে নদীর জলে উপচে পড়ায় ট্রাক্টরসহ ভেসে যান দুই ব্যক্তি । সে সময় তড়িঘড়ি স্থানীয়রা তাঁদেরকে ভেসে যাওয়া থেকে বাঁচাতে এগিয়ে আসেন ৷ জলের ভেসে যাওয়ার আরেকটি ঘটনা ঘটেছে কোরাতাগেরে তালুকের ভাদ্দাগেরে গ্রাম পঞ্চায়েতের কাছে। কোরাতাগেরে ওয়াদ্দাগেরে প্রধান সড়কের মালাপ্পানাহল্লি গ্রামে জলের তোড়ে ভেসে যাচ্ছেন একজন বাইক আরোহী ৷ এলাকার যুবকরা তাঁকে তড়িঘড়ি উদ্ধার করেছে ।