"দুই মোর্চা সংগঠন একসঙ্গে কাজ করবে না", সাফ জানালেন গুরুং - শিলিগুড়ি
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10406827-840-10406827-1611808045952.jpg)
পাহাড়ে বিনয়পন্থী মোর্চা ও বিমলপন্থী মোর্চাকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কথা বলেছিল রাজ্য সরকার ৷ কিন্তু তাঁরা একসঙ্গে কাজ করবেন না বলে সাফ জানালেন বিমল গুরুং ৷ গতকাল শিলিগুড়ি সংলগ্ন দাগাপুরে একটি সাংগঠনিক সভায় যোগ দিয়ে তিনি বলেন," দুটি মোর্চা সংগঠনের জন্য ডুয়ার্স এলাকায় সাংগঠনিক কাজের কিছু সমস্যা দেখা দিচ্ছে ঠিকই ৷ তবে খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে ৷" অনিত থাপা প্রসঙ্গে তিনি বলেন," বিদেশ যাওয়ার আগে উনি কোন দেশের নাগরিক ছিলেন সেটা আগে জানা দরকার"৷