Durgapur Lightning Death: ভিনজেলায় কাজ করতে এসে বজ্রপাতে মৃত্যু দুই রাজমিস্ত্রীর - বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
🎬 Watch Now: Feature Video
পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে (Durgapur) কাজ করতে এসে বজ্রপাতে প্রাণ গেল দুই রাজমিস্ত্রির ৷ মৃতরা রহিম শেখ (18) এবং শামিম শেখ (22) ৷ দু'জনেই মুর্শিদাবাদের বাসিন্দা ৷ সূত্র অনুযায়ী, দুর্গাপুরের নবওয়ারিয়া এলাকায় বেশ কয়েকটি বাড়ি তৈরির কাজ চলছে ৷ সেই কাজে দুর্গাপুর এসেছিলেন রহিম ও শামিম ৷ মঙ্গলবার বিকেলে নির্মাণস্থলে বসেই রান্না করছিলেন দু'জন ৷ সেই সময়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয় ৷ তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় রহিম ও শামিমের ৷ তাঁদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ৷