"রাজনীতির কোরোনা ভাইরাস BJP, এর বিনাশ করুন"; প্রার্থনা ফিরহাদের - পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম
🎬 Watch Now: Feature Video
"রাজনীতির কোরোনা ভাইরাস হল BJP ৷ এই ভাইরাস যত তাড়াতাড়ি বাংলার বুক থেকে যাবে ততই মঙ্গল ৷" এই ভাষাতেই BJP-কে আক্রমণ করলেন ফিরহাদ হাকিম ৷ বলেন, ‘‘মা দুর্গা অশুভ শক্তির অসুরকে বধ করেছিলেন ৷ ঠিক সেই ভাবেই বাংলার বুক থেকে এই অশুভ BJP-র বিনাশ করুন, এই প্রার্থনাই করেছি ৷’’ তিনি আরও বলেন, BJP বাংলাকে গুজরাত বা উত্তরপ্রদেশ বানাতে চাইছে ৷