Tarakeshwar temple : শিব পার্বতীর বিবাহ উপলক্ষে হাজার হাজার ভক্তের সমাগম তারকেশ্বর মন্দিরে - শিব পার্বতীর বিবাহ উপলক্ষে হাজার হাজার ভক্তের সমাগম তারকেশ্বর মন্দিরে
🎬 Watch Now: Feature Video
শিব পার্বতীর বিবাহ উপলক্ষে হাজার হাজার ভক্তের সমাগম তারকেশ্বর মন্দিরে(Tarakeshwar temple) । চরকের আগের দিন ধুম ধাম করে তারকেশ্বর মন্দিরে পালিত হচ্ছে নীল ষষ্টি । মূলত নীলপূজা বা নীলষষ্ঠী হল সনাতন বঙ্গীয়দের এক লোকোৎসব, সন্তানের মঙ্গল কামনায় নীরোগ সুস্থ জীবন কামনা করে নীলষষ্ঠী ব্রত পালন করেন মহিলারা। সকাল থেকেই বাবার মাথায় জল ঢালতে এবং বাতি জ্বালাতে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে তারকেশ্বর মন্দিরে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
TAGGED:
Tarakeshwar temple