আত্মসমর্পণ করবেন কি না ওঁর ব্যক্তিগত ব্যাপার; শুভেন্দু প্রসঙ্গে সায়ন্তন - Shuvendu Adhikari

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 2, 2020, 12:40 PM IST

গতকাল শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, প্রশান্ত কিশোররা ৷ আর সেই বৈঠকে শুভেন্দুর মান ভাঙার কোনও খবর এখনও পাওয়া যায়নি। যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না BJP ৷ তবে একই সঙ্গে শুভেন্দুর BJP-তে আসা নিয়ে আশাবাদীও তারা ৷ হাওড়ায় চায়ে পে চর্চা কর্মসূচিতে গিয়ে এনিয়ে মুখ খুললেন BJP নেতা সায়ন্তন বসু ৷ তিনি বলেন, ‘‘কার ঘর ওয়াপসি হবে আর কে ঘরের বাইরে যাবে তা এখনও বলার সময় আসেনি ৷ আমি টিভিতে যা দেখেছি তাতে এক প্রবীণ সাংসদ কিছু বলেছেন, বাকিরা আর কিছু বলেননি ৷ শুভেন্দু অধিকারীও কিছু মন্তব্য করেননি ৷ বিষয়টি সম্পূর্ণ ওঁদের দলের বিষয় ৷ তবে আমরা বলব, এই অত্যাচারী সরকারের বিরুদ্ধে বাংলার জনগণ যে যুদ্ধের ডাক দিয়েছে, তাতে যাঁরা শামিল হবেন তাঁদের জন্য আমাদের দরজা খোলা আছে ৷ শুভেন্দু অধিকারী শামিল হবেন, না ওখানে আত্মসমর্পণ করবেন সেটা ওঁর ব্যক্তিগত ব্যাপার ৷’’ মেদিনীপুরের 7 ডিসেম্বরের সভা নিয়েও কথা বলেন এই BJP নেতা ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.