কৃষি বিল নিয়ে মিডিয়ার মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বিরোধীরা : সায়ন্তন - শিলিগুড়ি
🎬 Watch Now: Feature Video
"এই বিলে আখেরে লাভ কৃষকদেরই ৷ তাঁরা নিজেরা ঠিক করবেন, ফসল মান্ডিতে বিক্রি করবেন নাকি বাড়িতে বাড়িতে ৷ বর্তমানে বিরোধীরা মিডিয়ার মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে ৷ " আজ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করেন একথা বলেন BJP নেতা সায়ন্তন বসু ৷