Tet Agitation : চাকরির দাবিতে ‘খেলা হবে’ আন্দোলনে 2014-র টেট উত্তীর্ণরা - পুরুলিয়া
🎬 Watch Now: Feature Video
কারও পায়ে ফুটবল ৷ খেলার পোশাকে জামায় ইংরেজিতে B.Ed সাঁটা ৷ কেউ হাতে ধরেছেন আইপিএল লেখা পোস্টার ৷ আরেকজন মাথায় হেলমেট, হাতে ব্যাট ৷ ক্রিকেট খেলার ভঙ্গিতে ব্যাট চালিয়ে যাচ্ছেন ৷ তাঁর জামায় আটকানো রয়েছে D.Ei.Ed ৷ এঁরা আন্দোলনরত টেট প্রার্থী ৷ 2014 সালে টেট পাশ করে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন, কিন্তু চাকরি পাননি ৷ এবছরও মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় আশা দিয়েছিলেন দুর্গাপুজোর আগে চাকরি পাবেন তাঁরা ৷ কিন্তু শিক্ষা পর্ষদ থেকে সাফ উত্তর মিলেছে চাকরি পাবেন না ৷ তাই দিদির ‘খেলা হবে’র অনুকরণে আন্দোলনে টেট উত্তীর্ণ প্রশিক্ষিত বেকার চাকরিপ্রার্থীরা ৷