Suvendu at Deucha Pachami : রাজনীতি চাইছে না দেউচা, তবু পাশে থাকার আশ্বাস শুভেন্দুর - Suvendu at Deucha Pachami

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 20, 2022, 10:32 PM IST

দেউচা পাচামিতে প্রস্তাবিত কয়লা খনি এলাকায় এলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari at Deucha Pachami) । এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমরা দেউচা পাচামি আন্দোলনকারীদের পূর্ণ সমর্থন করছি ৷ সম্পূর্ণ অরাজনৈতিক ব্যানারে ওরা আন্দোলন করছে ৷ দেউচা পাচামি ভূমি রক্ষা আন্দোলনকারীদের আমরা সমর্থন করি । আন্দোলনকারীদের পাশে বিজেপি আছে, পরেও থাকবে ৷" এরপর গ্রামবাসীদের সঙ্গে বসে তাঁদের সব অভিযোগ তিনি শোনেন ৷ যদিও বীরভূম জমি, জীবন-জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভার নেতা গণেশ কিস্কু বলেন, "আমরা কোনও রাজনৈতিক দলকে আমাদের আন্দোলনে সামিল করতে চাই না। তাই যে সব রাজনৈতিক দল এসেছে তাদেরকে আমরা ফিরিয়ে দিয়েছি।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.