উনি গায়ক-গায়িকাদের কাছ থেকে কাটমানি নেন, ইন্দ্রনীলকে কটাক্ষ শুভেন্দুর - ইন্দ্রনীলকে কটাক্ষ শুভেন্দুর
🎬 Watch Now: Feature Video
এবার শুভেন্দুর নিশানায় চন্দননগরের তৃণমূল বিধায়ক ইন্দ্রনীল সেন ৷ তাঁকে তৃণমূলের ছিন্নমূল বিধায়ক বলে কটাক্ষ করেন শুভেন্দু ৷ চন্দননগরের সভা থেকে তিনি বলেন, ‘‘ উনি যখন যে পার্টি আসে, তাতেই থাকেন । নন্দীগ্রামে আমরা যখন আন্দোলন করছিলাম তখন বুদ্ধবাবুর পিছন পিছন ঘুরতেন ৷ উনি সংগীত মেলা থেকে গায়ক-গায়িকাদের কাছ থেকে কাটমানি নেন ৷’’