BJP Rally in Jhalda: তপন কান্দু খুনের প্রতিবাদে ঝালদায় মিছিল শুভেন্দুর - ঝালদায় মিছিল শুভেন্দুর
🎬 Watch Now: Feature Video
তপন কান্দু খুনের ঘটনার প্রতিবাদে রবিবার ঝালদা শহরে বিজেপি নেতা-কর্মীদের নিয়ে মিছিল করলেন শুভেন্দু অধিকারী (Suvendu rally in Jhalda) ৷ এদিন বিকাল 5টা নাগাদ তিনি ঝালদা শহরে এসে পৌঁছান। 'তপন কান্দু অমর রহে', 'তপন কান্দুকে খুন করা হল কেন, পুলিশ মন্ত্রী জবাব দাও'-স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঝালদা শহর । এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন পুরুলিয়া জেলার সাংসদ জ্য়োতির্ময় সিং মাহাতো, বিধায়ক নরহরি মাহাতো, বিধায়ক সুদীপ মুখোপাধ্য়ায় প্রমুখ। প্রসঙ্গত, এদিন তিনি তপন কান্দুর স্ত্রীর সঙ্গে দেখা করেন এবং পরে নিরঞ্জন বৈষ্ণবের বাড়িতেও যান ৷
Last Updated : Apr 17, 2022, 8:22 PM IST