Cyclone Asani Update : সতর্কতামূলক ব্যবস্থা নিলেও অশনির ভ্রুকুটি ঘুম কেড়েছে সুন্দরবনবাসীর - অশনির ভ্রুকুটি ঘুম কেড়েছে সুন্দরবনবাসীর
🎬 Watch Now: Feature Video
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে উপকূলবর্তী এলাকার মানুষের ঘুম উড়েছে (Sundarbans residents living in fear because of Cyclone Asani) ৷ প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে যাবতীয় প্রস্তুতি । বিশেষ করে সুন্দরবনের উপকূলবর্তী এলাকার মানুষকে সতর্ক করতে প্রচার চলছে জোরকদমে । অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিদ্যুৎ দফতরকেও সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে । সেই সঙ্গে মাইকিং করে মাঝিদের সতর্ক করা হচ্ছে ৷ দুর্যোগের জেরে আবহাওয়া প্রতিকূল হলে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারাও যেন আশ্রয় নেন নিরাপদ স্থানে । নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের একটাই চিন্তা, অস্থায়ী নদী বাঁধ । ঝড়ের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও ভারী বৃষ্টিপাত এবং নদীতে জলোচ্ছ্বাস হলে সেই অস্থায়ী বাঁধ ভেঙে গ্রামে জল ঢোকার সম্ভবনা রয়েছে বলে ধারণা তাঁদের । প্রবল বৃষ্টিপাতে নদীতে জল বাড়লে দুর্বল বাঁধ ভেঙে ফের বানভাসি হতে হবে না তো ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সুন্দরবনবাসীর মনে ।
TAGGED:
Cyclone Asani Update