Illegal land Grabbing : বেআইনি মাটিকাটা বন্ধ করতে অভিযান মহকুমা শাসক ও বিডিওর - Subdivision ruler and BDO campaign to stop illegal land Grabbing
🎬 Watch Now: Feature Video
বেশ কয়েকদিন ধরেই অভিযোগ ছিল কল্যাণী ব্লকের মদনপুর জঙ্গল গ্রাম-সহ বিস্তীর্ণ এলাকায় বেআইনিভাবে মাটি কাটার কাজ চলছে ৷ এই বেআইনি মাটি কাটার বিরুদ্ধে অভিযানে নামেন নদিয়ার কল্যাণীর মহাকুমা শাসক ও কল্যাণী ব্লকের বিডিও। অভিযানে নেমে তিনটি ট্রাক্টর ও দু‘টি জেসিবি আটক করেন কল্যাণী মহকুমা শাসক (Subdivision ruler and BDO campaign to stop illegal land Grabbing)। যদিও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। কল্যাণী মহাকুমার শাসক হীরক মণ্ডল বলেন, "দীর্ঘদিন ধরেই আমাদের কাছে ছোট-বড় বেআইনিভাবে মাটি কাটার খবর আসছিল। তবে রবিবার খবর এসেছিল অনেকটা গর্ত করেই চাষের জমিতে বেআইনিভাবে মাটি কাটা হচ্ছে। এরপরে আমি কল্যাণী বিডিওকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাই। যদিও আমাদের দেখে যারা কাজ করছিল তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।"