Students Protest: শিক্ষক বদলির প্রতিবাদে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের - Students Protest Against Teacher Transfer in Murshidabad
🎬 Watch Now: Feature Video
ফের এক শিক্ষকের বদলির নির্দেশ আসায় ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠল হরিহরপাড়া থানার মালোপাড়া উচ্চ বিদ্যালয় (Students Protest Against Teacher Transfer)। স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা । পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ আন্দোলনে বাড়তি অক্সিজেন জুগিয়েছে বাম ছাত্র সংগঠন এসএফআই । পড়ুয়াদের অভিযোগ, ক্রমাগত শিক্ষক চলে যাওয়ায় পঠন-পাঠনের প্রচুর ক্ষতি হচ্ছে । শিক্ষক দিয়েই অন্যজনকে বদলি করা হোক, দাবি পড়ুয়াদের । বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ জানান, আজ এক শিক্ষকের বদলির নির্দেশ এসেছে । সরকারি নিয়ম অনুযায়ী আমি এনওসি দিতে বাধ্য । বর্তমানে এই স্কুলের পড়ুয়া সংখ্যা 343 জন । চারজন পার্শ্বশিক্ষক-সহ স্কুলে শিক্ষকের সংখ্যা ছিল 18 জন ।
TAGGED:
Students Protest