Students Leave School: পাথরপ্রতিমায় পড়ুয়াদের উপর অত্যাচার মদপ্য 2 শিক্ষকের, ভয়ে স্কুলছুট অনেকে
🎬 Watch Now: Feature Video
দিনের পর দিন মদ্যপ অবস্থায় স্কুলে আসার অভিযোগ দুই শিক্ষকের বিরুদ্ধে ৷ আর মদ্যপ অবস্থায় পড়ুয়াদের মারধরের অভিযোগও উঠেছে ৷ যার জেরে বাড়ছে স্কুলছুটের সংখ্যাও (Students Leave School) ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমার তটেরবাজার এলাকার সুরেন্দ্রগঞ্জ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে (Students Leave School in Pathar Pratima) ৷ এই অভিযোগ করেছেন ওই স্কুলের অভিভাবকরা ৷ তাঁদের অভিযোগ ওই দুই শিক্ষকের ভয়ে পড়ুয়ারা স্কুলে যেতে চাইছে না ৷ 2 জন শিক্ষককে স্কুল থেকে তাড়ানোর দাবি তুলেছেন অভিভাবকরা ৷ এ নিয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্য কাকলি সাঁতরা জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর স্কুলের শিক্ষক এবং অভিভাবকদের নিয়ে বৈঠক করেছিলেন তিনি ৷ কিন্তু, একাধিকবার প্রতিশ্রুতি দিয়েও, ওই দুই শিক্ষক একই কাজ বারবার করছেন ৷ যা নিয়ে এ বার কড়া পদক্ষেপের কথা জানিয়েছেন পঞ্চায়েত সদস্য ৷