Kerala youth in Malampuzha mountain : পাহাড়ের খাঁজে 45 ঘণ্টারও বেশি সময় আটকে, রুদ্ধশ্বাস উদ্ধার ভারতীয় সেনার - কেরালায় মালামপুঝা পাহাড়
🎬 Watch Now: Feature Video
পাহাড়ের একটি খাঁজে কোনওরকমে দু'দিন নিজেকে আটকে রেখেছিলেন বাবু ৷ ঘটনাটি কেরালার পালাক্কাড় জেলার মালামপুঝা পাহাড়ের ৷ খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে ভারতীয় সেনাবাহিনী ৷ সঙ্গে ছিল স্থানীয় প্রশাসন, এনডিআরএফ, উপকূল রক্ষীবাহিনী, ভারতীয় বায়ুসেনা ৷ ড্রোন চালিয়ে তার সঠিক অবস্থান জানা হয় ৷ মঙ্গলবার সারারাত প্রস্তুতি নিয়ে ভোর পৌনে ছ'টা নাগাদ উদ্ধারে নামে বিশেষ দলটি ৷ বুধবার সকাল 10টায় তাঁকে নিরাপদে বের করে আনা হয় ৷ উদ্ধারকারী জওয়ানদের কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি আনন্দে তাদের গালে চুমু উপহার দিয়েছেন বাবু (Special Team with Indian Army rescues Babu from Malampuzha mountain in Palakkad Kerala) ৷