Durgapur Gambler Arrested: সারারাত জুয়ার ঠেকে অভিযান, গ্রেফতার 13 - দুর্গাপুর গ্রেফতার
🎬 Watch Now: Feature Video
কালীপুজোর আগে জুয়ার ঠেকে হানা দিয়ে গ্রেফতার করা হল 13 জনকে (Gambler Arrested in Durgapur) । দুর্গাপুর থানার প্রান্তিকার নিশান হাট, চাষিপাড়া, 22 পাড়া, কো-অপারেটিভ এলাকায় জুয়ার ঠেক চলছিল । সোমবার রাতে হানা দেয় দুর্গাপুর থানার পুলিশ । চারটি জায়গা থেকে গ্রেফতার হয় 13 জন । উদ্ধার হয়েছে প্রায় 9 হাজার টাকা । ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয় । এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা পুরো ঘটনা খতিয়ে দেখতে তদন্ত নেমেছে দুর্গাপুর থানার পুলিশ ।