Three Arrested by CID: শিলিগুড়িতে আইটি পার্কে কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র, গ্রেফতার 3 - বেআইনি কল সেন্টারের বিরুদ্ধে অভিযান চালাল সিআইডি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Sep 23, 2022, 8:27 PM IST

শহরে আইটি পার্কের ভিতর বেআইনি কল সেন্টারের বিরুদ্ধে অভিযান চালাল সিআইডি । শুক্রবার শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া এলাকার আইটি পার্কে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করলেন সিআইডির আধিকারিকরা (3 Arrested for Alleged Link with Illegal Call Centre) । জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মাটিগাড়া আইটি পার্ক এলাকায় অভিযান চালায় সিআইডি (CID)। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত চলে একটানা তল্লাশি ও জিজ্ঞাসাবাদ । মোট তিনটি সংস্থায় ওই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয় । ধৃতদের নাম নাসির আলি, নাজির আলি ও আনন্দ ভগৎ। প্রায় এক বছর ধরে চলছিল ওই চক্রটি । ধৃত তিনজনকেই এদিন শিলিগুড়ি আদালতে তুললে বিচারক জামিনের আবেদন খারিজ করে তিনদিনের জেল হেফাজতের নির্দেশ দেন ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.