Bankura News : বিষ্ণুপুরের লালবাঁধে 1429টি ডুব দিয়ে নববর্ষকে স্বাগত জানালেন সদানন্দ দত্ত - Welcomes Noboborsho 1429 in Unique Way
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15024843-1056-15024843-1650009870824.jpg)
সম্পূর্ণ অন্যরকমভাবে বর্ষবরণ করলেন বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত ৷ বিষ্ণুপুর শহরের লালবাঁধের জলে 1429টি ডুব দিয়ে বাংলার নতুন বছরকে স্বাগত জানালেন তিনি (Sadananda Dutta from Bishnupur Welcomes Noboborsho 1429 in Unique Way) ৷ লালবাঁধের চারদিকে উৎসাহী দর্শকরা ভিড় জমিয়েছিলেন এবং সদানন্দ দত্তকে উৎসাহ জুগিয়েছেন ৷ এদিন সদানন্দকে উৎসাহ দিতে প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন ৷ আশেপাশের এলাকার মানুষ তাঁর সেই কর্মকাণ্ড দেখতে উপস্থিত হয়েছিল ৷