Rudranil Ghosh Exclusive: 'দলের চোরেরা কেস খেলেই তাদের ভুলে যান মাননীয়া', বিস্ফোরক রুদ্রনীল ঘোষ - Rudranil Ghosh Exclusive
🎬 Watch Now: Feature Video
ইডি'র তল্লাশির পর পার্থ চট্টোপাধ্যায় নন, গ্রেফতার হয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়ও ৷ ইডি'র নজরে আরেক পার্থ 'ঘনিষ্ঠ' মোনালিসা দাস ৷ অন্যদিকে, দলের মহাসচিবের গ্রেফতারির পর 'নিশ্চুপ' রাজ্যের শাসকদল ৷ শেষ পর্যন্ত সন্ধ্যায় তৃণমূলের সাংবাদিক বৈঠক হলেও এখনও কোনও বক্তব্য আসেনি মুখ্যমন্ত্রীর তরফে ৷ সমস্ত ঘটনাপ্রবাহে কবিতায় শাসকদলকে ফের বিঁধেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ ৷ এবার একদা ঘাসফুল শিবিরের এই 'নেতা'র শ্লেষের মুখে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রুদ্রনীলের বক্তব্য, দলের চোরেরা কেস খেলেই তাদের ভুলে যান মাননীয়া (Rudranil Ghosh slams Mamata Banerjee) ৷