Ghatal Flood : বছর ঘুরলেও মেরামত হয়নি নদীবাঁধ-রাস্তা ! ক্ষুব্ধ ঘাটালের মানুষ

By

Published : May 15, 2022, 10:48 PM IST

thumbnail
বন্যায় ভেঙে গিয়েছিল নদীবাঁধ ৷ প্লাবিত হয়ে গুরুত্বপূর্ণ রাস্তারও বেহাল দশা হয়েছিল । কিন্তু বছর ঘুরে ফের বর্ষা আসার সময় হল কিন্তু সেই বেহাল রাস্তা ও নদীবাঁধ মেরামত না হওয়ায় ক্ষোভে ফুঁসছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মনসুকা এলাকার মানুষ (River dam and roads have not been repaired in Ghatal) । মনসুকা থেকে পালপুকুর হয়ে ঘাটালগামী গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা রাস্তার উপর একাধিক জায়গায় ভেঙেছে কালভার্ট ৷ তাতে ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত । অপরদিকে মনসুকা গ্রাম পঞ্চায়েতের ঝুমি নদীর পাড় বরাবর তিনটি জায়গায় ভেঙেছে নদীবাঁধ । তবে গত বন্যার ক্ষয়ক্ষতি এখনও মেরামত না হওয়ায় আসন্ন বর্ষায় বন্যার পরিস্থিতি তৈরি হলে যে চরম ভোগান্তি ও দুর্ভোগে পড়তে হবে তা নিশ্চিত, তাই প্রশাসনের এহেন গা-ছাড়া মনোভাবে বেজায় ক্ষুব্ধ ঘাটালের মনসুকা-সহ বিস্তীর্ণ এলাকার মানুষ ।

TAGGED:

Ghatal Flood

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.