Python Rescue : সুন্দরবনে অজগর আতঙ্ক, ধানক্ষেত থেকে উদ্ধার বিশাল সাপ - python rescued from jharkhali

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 14, 2022, 2:37 PM IST

এবার সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় বাঘ কুমিরের আতঙ্ক নয় ! বিশাল অজগর সাপের আতঙ্ক । শনিবার সকালে দক্ষিণ 24 পরগনা জেলার ঝড়খালির মাস্টারপাড়া ধানক্ষেত থেকে বিশাল আকার অজগর সাপ দেখতে পান স্থানীয় গ্রামবাসীরা (Python Rescue) ৷ এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় বনদফতরকে । বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে উদ্ধার করা হয় অজগর সাপটিকে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই কয়েকজন কৃষক মাঠে ধান কাটাতে গিয়েছিল । সেই সময় ধানক্ষেতে সাপটিকে দেখতে পায় চাষিরা । প্রথমে স্থানীয় সুন্দরবনের সাপ ভেবে তাড়ানোর চেষ্টা করেছিল । কিন্তু বিশাল আকৃতির দেখে ভয় পেয়ে যায় কৃষকেরা । বনদফতর সূত্রে খবর, ঝড়খালি কয়েকজন বাসিন্দারা একটি বিশাল আকৃতির সাপ দেখে আতঙ্কে বনদফতরে ফোন করে । এরপর কর্মীরা ওই ধানক্ষেত থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধার করে । প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করার পর সাপটিকে সুন্দরবনের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.