"শুধু কাঁদতে মন করছে", বলছেন মিরাটির বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা স্বাদেশ্বরী দেবী - স্বাদেশ্বরী দেবী
🎬 Watch Now: Feature Video
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ বীরভূমের মিরাটি ৷ এখানেই বেড়ে ওঠা প্রণববাবুর ৷ প্রতি বছর দুর্গাপুজোর সময় নিয়ম করে আসতেন এখানে ৷ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ প্রণববাবুর গ্রামের বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা স্বাদেশ্বরী দেবী ৷ বলেন, "আমাকে আদর করে ‘খেদা বউ’ বলে ডাকতেন। পুজোর সময় বাড়ির সমস্ত কাজ করতাম। আজ শুধু কাঁদতে মন করছে । বাড়ির অভিভাবকের মতো ছিলেন, চলে গেলেন ।"