ছেলে করোনা আক্রান্ত, বাবার মৃতদেহ সৎকারের লোক নেই ! - nobody-came-forward at funeral of a old man as his son became corona infected

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 13, 2021, 11:14 PM IST

অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য । মৃতের ছেলে করোনা সংক্রামিত হয়ে বাড়িতে রয়েছে বলে জানা গিয়েছে । তাতেই আতঙ্ক এলাকায় । বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পঞ্চানন ঘোষ । সম্প্রতি তার ছেলে করোনায় আক্রান্ত হয় । অবস্থা স্বাভাবিক থাকায় আক্রান্ত ব্যক্তি বাড়িতেই পৃথক ভাবে ছিলেন । এদিন সকালে পঞ্চানন ঘোষ অসুস্থ হয়ে বাড়িতেই মারা যান । অভিযোগ ওঠে, মৃত্যু হলেও দীর্ঘক্ষণ কেউ এগিয়ে আসেনি । পরে বাধ্য হয়ে ধূপগুড়ি পুরসভার হস্তক্ষেপে মৃতদেহ সৎকার করা হয় । এদিকে দীর্ঘক্ষণ এগিয়ে না আসার কারণ নস্যাৎ করে দেয় পুরসভা । মৃতের ছেলে করোনা সংক্রামিত থাকায় মৃতের সৎকার নিয়ে ধূপগুড়ি পুরসভা স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করেছে । তারপরই নিয়ম মেনে সৎকারের বন্দোবস্ত করেছে ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.